Advertisement
Us Bangla Airlines
ক্রিকেট ক্যারিয়ারের শেষটা দেখে ফেললেন মাহমুদউল্লাহ?

ক্রিকেট ক্যারিয়ারের শেষটা দেখে ফেললেন মাহমুদউল্লাহ?

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০

জাতীয় দলের টেস্ট, টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি থাকা ওয়ানডে ফরম্যাটও ছেড়েছেন গেল মাসে। সবমিলিয়ে রিয়াদের জাতীয় দলের অধ্যায়ে সমাপ্তি। লাল-সবুজের জার্সি আর না পরলেও ঘরোয়া লিগে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসরের শুরুর দিকে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে দলে ফিরলেও ব্যাট হাতে রান খরায় এখনো ধুঁকছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। সবমিলিয়ে ৫ ম্যাচ খেললেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি।

গতকাল সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ, করেছেন মোটে ১২ রান।  ডিপিএলে খেলা ৫ ম্যাচে রিয়াদের রান ১০, ৭, ১৬, ১৭, ১২। অর্থাৎ ৫ ম্যাচে তিনি করেছেন মোটে ৬২ রান। সর্বোচ্চ রান করেছেন এর মধ্যে ১৭, স্ট্রাইকরেট ৬৬.৬৭।

মাহমুদউল্লাহর সাম্প্রতিক এমন পারফরম্যান্স নিয়ে বিসিবির এক নির্বাচক বলছিলেন, ‘এটা নিয়ে হয়তো কোচদের সাথে কথা বলছে রিয়াদ, অনেক দিন ধরে সে খেলছে। কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে সে সব কিছুই বুঝার কথা। কারো না কারো সাথে নিশ্চয়ই কথা বলছে সে।’

তিনি আরও বলেন, ‘যে কোন বড় খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু চাওয়া পাওয়া টা একটু বেশিই থাকে। ওর একটা বিষয় আছে যে এখন হয়তো রান পাচ্ছে না, কিন্তু এমন দুই ম্যাচে রান পেয়ে যাবে। যেটা দলের জন্য ভালো হবে তখন যেটা পুরো সিজনের ব্যর্থতা ঢেকে দিতে পারে। মানুষটা একটা আশা নিয়ে বাঁচে।’

এমআই