Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে সুপার লিগ শুরু কাল,  তিন রাউন্ডের সূচি প্রকাশ

ডিপিএলে সুপার লিগ শুরু কাল, তিন রাউন্ডের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৯

গ্রুপ পর্বের ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এতে পয়েন্ট তালিকার শীর্ষ ৬টি দল অংশ নিবে। গ্রুপপর্ব শেষে ডিপিএলের সেরা ৬ দল- আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ।

গ্রুপপর্বে ১১ ম্যাচে ৯ জয় পেয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। তাতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে হান্নান সরকারের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচ ও পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৮ জয় নিয়ে তালিকার তিনে গাজী গ্রুপ, ৭ জয় নিয়ে চারে গুলশান, তালিকার ৫ এ থাকা অগ্রণীর ৭ জয় এবং ষষ্ঠ স্থানে রূপগঞ্জের জয় সংখ্যা ৬টি।

ডিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

১২ দলের মধ্যে সেরা ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার লিগ। গতকাল (মঙ্গলবার) সুপার লিগের তিন রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে সিসিডিএম। আগামীকাল ১৭ এপ্রিল থেকে ৫ রাউন্ডের ডিপিএল সুপার লিগ শুরু হবে।

সুপার লিগের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান।

ডিপিএলে ৫১ বলে ২০ রান শান্তর, বাকিদের অবস্থা কী?

১৮ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২২ এপ্রিল ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শাইনপুকুর। শেষ রাউন্ডে পারটেক্সের বিপক্ষে খেলতে হবে ব্রাদার্স ইউনিয়নকে। রেলিগেশন লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

২০ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মিরপুরে গুলশানের বিপক্ষে খেলবে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। একইদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলবে অগ্রণী ব্যাংকের সঙ্গে। বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

২৩ এপ্রিল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে মিরপুরে। একই সময়ে বিকেএসপির তিন নম্বরে মাঠে গুলশান ও মোহামেডান মুখোমুখি হবে। এ ছাড়া বিকেএসপির চার নম্বর মাঠে খেলবে অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার লিগের পাশাপাশি চলবে রেলিগেশন লিগও।

এদিকে সুপার লিগ পর্ব নিশ্চিত হওয়ায় বাদ পড়েছে ডিপিএলের ৬ দল। প্রাইম ব্যাংক, ধানমন্ডি স্পোর্টসের মতো বড় দলের পাশাপাশি এবার বাদ পড়েছে রূপগঞ্জ টাইগার্স, পারটেক্স স্পোর্টিং, বাদ্রাস ইউনিয়ন এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

এমআই