Advertisement
Us Bangla Airlines
ডিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

ডিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১৭:১৫

মার্চের প্রথম সপ্তাহেই শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পুরো রমজান জুড়েই ক্রিকেটাররা ডিপিএল নিয়ে ব্যস্ত ছিলেন। রোজার মধ্যেই ডিপিএলের ৮ রাউন্ডের খেলা শেষ হয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের খেলা হয়েছে আরও ৩ রাউন্ড। সবমিলিয়ে গতকাল গ্রুপ পর্বের ১১ রাউন্ড খেলা শেষ হয়েছে।

ডিপিএলের গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয়েছে ৬৬ ম্যাচ। পরিত্যক্ত ইনিংস ছাড়া যেখানে ১২৮ ইনিংস খেলেছে ক্রিকেটাররা। এসব ইনিংসে ব্যাটাররা মোট ২৮ হাজার ৫৬৬ রান করেছেন। বিশ্ব ক্রিকেটে রান বন্যার সময়ে ডিপিএলে প্রতি ইনিংসে গড়ে ২২৩ রান করেছেন ব্যাটাররা। এসব ইনিংসে বোলারদের উইকেট সংখ্যা ৯৬৫টি।

ডিপিএলে ৫১ বলে ২০ রান শান্তর, বাকিদের অবস্থা কী?

ডিপিএলে এবারের মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও দেখেছে ভক্তরা। ৪২২ রান করে ইতিহাস গড়েছে নাইম শেখদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবুও ডট বলের সংখ্যায় কমতি আসেনি। গ্রুপ পর্বে ২৪৫ মেইডেনের সঙ্গে ১৮ হাজার ৩৬৮টি ডট বল খেলেছেন ব্যাটাররা। গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা দেখে নেওয়া যাক।

ডিপিএলে ব্যাট হাতে শীর্ষে যারা

বিপিএলে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। তবে চলমান ডিপিএলে রীতিমতো উড়ছেন এই ওপেনার। ডিপিএলের গ্রুপ পর্বের সবকটি (১১) ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে বিজয়। ১১ ম্যাচ খেলে বিজয় করেছেন ৬৫৫ রান। যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৭ ছক্কা আর ৬১ চার। 

তালিকার দুই নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। দেশের ঘরোয়া প্রতিযোগিতায় গেল বছর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। সবশেষ বিপিএলেও এই বাঁহাতি ব্যাটার সর্বোচ্চ রান করেছিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নাঈমের ব্যাটে রান আসছে। সবমিলিয়ে ৬১৮ রান করেছনে নাঈম। যেখানে তার স্ট্রাইকরেটও (প্রায় ১২২) আকর্ষণীয়। চার মেরেছেন ৬৬ টি, সঙ্গে ছক্কা মেরেছেন ২৭টি।

তালিকার তিন নম্বর স্থানে রয়েছেন পারভেজ হোসেন ইমন। আবাহনীর এই ওপেনার ১১ ম্যাচ খেলে করেছেন ৫৬৯ রান। চার মেরেছেন ৫১টি, ছক্কা মেরেছেন ৩১টি। তালিকার চার নম্বরে রয়েছেন নুরুল হাসান সোহান। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই অধিনায়ক মিডল অর্ডারে ব্যাট করে করেছেন ৫২২ রান। যেখানে চার মেরেছেন ৫১টি, ছক্কা মেরেছেন ১২টি।

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সাদমান ইসলাম। অগ্রণী ব্যাংকের হয়ে খেলা এই ওপেনার আসর জুড়ে দেখিয়েছেন নিজের সামর্থ্য। ১১ ম্যাচ খেলে করেছেন ৪৬৯ রান। যেখানে সাদমান চার মেরেছেন ৪৯টি, আর ছক্কা মেরেছেন ৪টি।

ডিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী কারা

গ্রুপ পর্ব শেষে বল হাতে দাপট দেখিয়েছেন প্রতি দলের স্পিনাররা। যেখানে সেরা পাঁচ বোলারদের মধ্যে তিন জনই স্পিনার। এছাড়া সেরা পাঁচে রয়েছেন দুইজন পেসার। তালিকার প্রথমে আবাহনী লিমিটেডের স্পিনার রাকিবুল হাসান ১১ ম্যাচ খেলে ২৩ উইকেট সংগ্রহ করে সবার উপরে রয়েছেন। বল হাতে বেশ ইকোনোমিকাল এই স্পিনার ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৭ রান। এর পাশাপাশি গড় ১৫.৪৮।

নিষেধাজ্ঞা থেকে ফিরে নাসির বললেন, ‘ইনডিসিপ্লিনড ছিলাম না’

তালিকার দুই নম্বরে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলের নিয়মিত এই বোলার ১১ ম্যাচ খেলে শিকার করেছেন সমান ২৩ উইকেট। যেখানে ৪.২৭ ইকোনোমির পাশাপাশি গড় ১৮.১৭। তালিকার তিন নম্বরে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর এই স্পিনার ১১ ম্যাচ খেলে শিকার করেছেন ২০ উইকেট। ৩.৯৪ ইকোনোমিতে গড় ১৬.৩।

এদিকে তালিকার চার এবং পাঁচ নম্বরে রয়েছেন দুই জন পেসার। এর মধ্য চার নম্বরে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলাম। ১০ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ২০ উইকেট। ৪.৫৩ ইকোনোমির সঙ্গে শরিফুলের গড় রয়েছে ১৭। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েল। এই পেসারের সংগ্রহে রয়েছে ১০ ম্যাচে ২০ উইকেট। ইকোনোমি রয়েছে ৫.৪২ এবং গড় ২১.৬৯। 

এমআই