Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে ১৭৬ রান করে ‘মিরপুর কিং’ বনে গেলেন নাইম শেখ

ডিপিএলে ১৭৬ রান করে ‘মিরপুর কিং’ বনে গেলেন নাইম শেখ

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ১৬:৫৪

সোহাগ গাজীকে ফাইন লেগে বাউন্ডারি মেরে শতক পূর্ণ করেছিলেন নাইম শেখ। চলতি আসরে প্রথম সেঞ্চুরি করতে নাইম খেলেছেন মাত্র ৮২ বল। এরপর যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেছেন এই ব্যাটার। একশ থেকে দেড়শতে পৌঁছাতে নাইম খেলেছেন মাত্র ২৪ বল। বোলারদের ওপর ছড়ি ঘোরানো নাইম শেষ পর্যন্ত থেমেছেন ১৭৬ রানে।

ফাস্ট বোলার সালাউদ্দিন শাকিলকে কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে ডাবল সেঞ্চুরি করার আগে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৭৬ রান করতে নাইম খেলেছেন ১২৫ বল, যেখানে ১৮ বাউন্ডারির সঙ্গে ছিল ৮টি ছক্কা। বিধ্বংসী এই ইনিংসের মাধ্যমে রেকর্ডবুক তছনছ করে বসেন নাইম শেখ। 

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এই ইনিংসের মাধ্যমে লিস্ট এ ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেছেন নাইম শেখ। এর আগে ২০১৯ সালে প্রাইম ব্যাংকের বিপক্ষে করা ১৩৬ রান ছিল নাইমের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। আজকের ইনিংসের মাধ্যমে নাইম অবশ্য ডিপিএলের ইতিহাসে চতুর্থ ব্যক্তিগত সর্বোচ্চ রানে জায়গা নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত ডট বল খেলায় এখনো বেশ কটাক্ষের শিকার হোন নাইম শেখ। এমনকি ভক্তরা সমালোচনা করে তাকে ‘মিরপুর কিং’ বলে থাকেন। তবে সেই নাইম এবার আসলেই মিরপুরের রাজা হয়ে ওঠেছেন। ডিপিএলে মিরপুরের মাটিতে এবার ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন নাইম শেখ। 

এর আগে মিরপুরের মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড ছিল ফজলে মাহমুদের দখলে। ২০১৯ সালে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার।

ডিপিএলে এত রান দেখেনি আগে

নাঈমের ঝোড়ো ব্যাটিংয়ে ডিপিএলে রেকর্ড সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্লাবটি সংগ্রহ করেছে ৪২২ রান। ডিপিএলের ইতিহাসে এক ইনিংসে এত রান আগে দেখেনি কেউ। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

নিচু ও মন্থর পিচের ভেন্যু হিসেবে পরিচিত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। লিস্ট এ মর্যাদার ক্রিকেটে এই মাঠে সর্বোচ্চ স্কোর ছিল ৩৭২ রান। ২০২৩ সালে বাদ্রার্স ইউনিয়নের বিপক্ষে এই রান করেছিল সবচেয়ে বেশি শিরোপা জেতা আবাহনী ক্লাব। এবার সেই বাদ্রার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করে পুরনো রেকর্ড ভেঙে দিল নাইম শেখদের প্রাইম ব্যাংক।

এমআই