
বাংলাদেশের ক্রিকেটে এমন জুটি আগে দেখেনি কেউ!
খেলা ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ২৩:৫৩
আন্তর্জাতিক সূচির ব্যস্ততা নেই। এর মাঝেই শুরু হয়েছে ঘরোয়া লিগের জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটাররাই এখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজও ভিন্ন ভিন্ন ভেন্যুতে একাধিক ম্যাচ খেলেছে ক্রিকেটাররা। প্রতি ম্যাচেই দেখা মিলেছে নতুন রেকর্ড আর পাল্টে যাচ্ছে পরিসংখ্যানের সংখ্যা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। সেখানেই লম্বা জুটিতে অন্যন্য নজির গড়েন ব্রাদার্স ইউনিয়নের টপ অর্ডার ব্যাটার মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম। দ্বিতীয় উইকেটে ২৫০ রানের অবিশ্বাস্য জুটি গড়ে তারা। যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের অপরাজিত সর্বোচ্চ জুটি।
এর আগে, ঢাকা লিগে দ্বিতীয় উইকেটে একমাত্র ২০০ রানের জুটি ছিল জুনায়েদ সিদ্দিকী ও মাইশুকুর রহমানের, ২০৫ রানের পার্টনারশিপ। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দ্বিতীয় উইকেট জুটি ছিল ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ২২০ রান, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন এ রেকর্ড গড়েছিলেন তারা।
Brother Union Ltd. won by
রেকর্ড গড়া এই জুটিতে মাহফিজুল ১১৪ রান করে আউট হন, যা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, মিজানুর ১৩৬ রান করার পর পেশির চোটে মাঠ ছাড়েন। তার আগের সর্বোচ্চ ১১৫ রান পেরিয়ে গেছেন এই ইনিংসে। শেষ পর্যন্ত, তিন উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন।
লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বড় জুটি গড়েছেন ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানে জুটি গড়েন তারা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জুটিটাও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালে সিলেটের মাটিতে ওপেনিং জুটিতে ২৯২ রান করেন লিটন দাস এবং তামিম ইকবাল।
এমআই