
রানআউট বিতর্কে জরিমানার কবলে প্রাইম ব্যাংকের ৩ জন
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৮:০৭
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই আলোচনার জন্ম দিয়েছে রান আউট বিতর্ক। গতকাল বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। তবে এ ঘটনায় প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন আব্দুল মজিদ, আর তানভীর হায়দার করেন ৪৭ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক। দ্রুত চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। এমন পরিস্থিতিতেই জন্ম নেয় রান আউট বিতর্ক।
মাত্র চার বলে মাত্র চার রান করা ইরফান শুক্কুর রান নিতে গিয়ে রান আউট হন আল আমিন জুনিয়রের সরাসরি থ্রোতে। তবে রান আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। একপক্ষ নিশ্চিত ছিল যে, ব্যাটিং প্রান্তে পৌঁছানোর আগেই শুক্কুর রান আউট হয়ে গেছেন, অন্যপক্ষের দাবি, আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না।
বিতর্কিত রান আউটকে কেন্দ্র বাকবিতণ্ডায় জড়ায় উভয় দল। এমনকি আউট হয়েও মাঠে দাঁড়িয়ে ছিলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুর। শেষমেশ ম্যাচ রেফারির মধ্যস্থতায় প্রায় ২০ মিনিট পর মাঠে ছাড়েন তিনি। এমনকি রানআউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী।
এবার দলটির অধিনায়ক ইরফান শুক্কুর, কোচ তালহা এবং ম্যানেজার দেব চৌধুরীকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অধিনায়ক শুক্কুরকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে শুক্কুরের নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট সবমিলিয়ে হলো চার। যে কারণে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না এই অধিনায়ক।
এমআই