Advertisement
Us Bangla Airlines
রোজার আগে-পরে ডিপিএল আয়োজনের আহ্বান ইমরুলের

রোজার আগে-পরে ডিপিএল আয়োজনের আহ্বান ইমরুলের

খেলা ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে ঘরোয়া লিগের ওয়ানডে সংস্করণের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আয়োজন নিয়ে ব্যস্ত বিসিবি। ডিপিএলে দল গোছাতে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যেখানে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটাররা অংশ নিবেন।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএলের এবারের আসর। একই সময়ে শুরু হবে পবিত্র মাহে রমজান। ডিপিএলে মুশফিক-মিরাজসহ অনেক খেলোয়াড়কেই রোজা রেখে খেলতে দেখা যায়। এতে ক্রিকেটারদের মাঝে ক্লান্তিও ভর করে। অতীতে এ বিষয়ে কেউ কথা না বললেও এবার ডিপিএলের সময়সূচি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

গেল বছর আন্তর্জাতিক টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইমরুল। তবে ‘লিস্ট এ’ মর্যাদার ক্রিকেটে আরও কিছুদিন খেলা যাওয়ার কথা রয়েছে তার। সেই সূত্রে চলতি ডিপিএলেও নাম লিখিয়েছেন এই বাঁহাতি ওপেনার। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি। কিন্তু ডিপিএলের সময়সূচি রোজার আগে-পরে হলে খেলোয়াড়দের জন্য স্বাচ্ছন্দ্যের কারণ হতো বলেন মনে করেন ইমরুল।

ডিপিএলে নিজের নাম নিবন্ধন করতে এসে ইমরুল গণমাধ্যমকে বলেন, ‘ডিপিএল প্রতি বছরই রোজার মধ্যে খেলা হয়। ক্রিকেটাররা চাইলে হয়তো একটু আগেপিছে করলে তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন এবং রোজা রাখতে পারবেন। আশা করি, বিসিবি বিষয়টি (সময়সূচি পরিবর্তণের) দেখবে।’

দেশের রাজনৈতিক পট পরিবর্তণের কারণে চলতি আসরে রাজনৈতিক প্রভাব কিছুটা হলেও কম দেখা যাবে। ফলে প্রতি দলেই থাকছেন জাতীয় দলে খেলা বড় নাম। এ বিষয়ে ইমরুল বলেন, ‘এবার সব দলই ব্যালেন্সড। নির্দিষ্ট কোনো দলেই সব তারকা ক্রিকেটার নেই। প্রতিটি দলই ভালো কম্বিনেশন গড়েছে। তাই মনে হচ্ছে, এবার লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ 

চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক তুলনামূলক কম। তবে ইমরুল মনে করেন, এটি সাময়িক সমস্যা এবং আগামী মৌসুম থেকে পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, ‘আর্থিক দিক থেকে ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে গেছে। তবে দিনশেষে সবাইকে খেলতেই হবে। তাই সবাই এক বছর ম্যানেজ করার চেষ্টা করছে, যেন পরের বছর থেকে সব ঠিক হয়ে যায়।’

এমআই