
নিষেধাজ্ঞা থেকে ফিরে নাসির বললেন, ‘ইনডিসিপ্লিনড ছিলাম না’
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৮:২২
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই ফিফটি পেয়েছিলেন নাসির হোসেন। বল হাতেও বেশ কার্যকরী ছিলেন এই অলরাউন্ডার। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করায় অল্পদিনেই দর্শকদের জনপ্রিয়তা পেয়ে যান তিনি। একটা সময় নাসিরকে ভাবা হতো বাংলাদেশ ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া।
তবে বাজে ফর্ম আর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক জড়িয়ে পড়ায় জাতীয় দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার। মাঠে বেখেয়ালি নাসিরকেও দেখা মিলতো হারহামেশাই। দলের প্রয়োজনের মুহূর্তে উইকেট বিলিয়ে আসতেন তিনি। সেই নাসির বিদেশি লিগে খেলতে গিয়ে বড় ধরণের অপরাধ করে বসেন।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন তিনি। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। তাতে নাসির অভিযুক্ত হওয়ায় ২০২৩ সালের আগস্টে তাকে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
আইসিসির নিয়ম মান্য করায় দেড় বছরের মাথায় নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্তি পান নাসির। আজ নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলের ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরার ম্যাচে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাসির, পরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে করেছেন ৯ রান।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই ক্রিকেটার। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে নাসির বলেন, ‘আমি যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিনড (উশৃঙ্খল) ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি—তা–ও নয়।’
তিনি বলেন, ‘আমার জীবন আমি কীভাবে কাটাবো, সেটা আমার ব্যাপার। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’
দেড় বছরের নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে বিরত থাকা নাসিরের জন্য মোটেও সুখকর ছিল না। নির্বাসিত এই সময় কীভাবে কাটিয়েছেন জানিয়ে নাসির বলেন, ‘যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। খুব ভালো লাগছে অনেক দিন পর ক্রিকেট খেলে। দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, ২০১৮ সালে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন নাসির। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে ৩ রান এবং বল হাতে ৩ ওভারে ১৯ রান খরচ করেন তিনি। এরপর দল থেকে বাদ পড়ার পর বিয়ে করেন নাসির। যা নিয়ে নাসিরের নামে এখনো বিতর্ক এবং মামলা চলমান রয়েছে।
এমআই