Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়, জরিমানার কবলে এবাদত

ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়, জরিমানার কবলে এবাদত

খেলা ডেস্ক

১২ এপ্রিল ২০২৫, ২০:২৩

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। একই ম্যাচে জরিমানার কবলে পড়েছেন মোহামেডানের ফাস্ট বোলার এবাদত হোসেন চৌধুরী। শনিবার (১২ এপ্রিল) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়েছেন মোহামেডানের এই ২ ক্রিকেটার। 

জানা গেছে, আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করায় তাওহীদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অশোভন আচরণ করায় ফাস্ট বোলার এবাদতকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় ক্রিকেটার লেভেল-২ অপরাধের আওতায় দোষী সাব্যস্ত হয়েছেন।

ম্যাচ অফিসিয়ালদের মতে, ম্যাচের দ্বিতীয় ইনিংসে আম্পায়ারদের সিদ্ধান্তে সন্তুষ্ট না হওয়ায় মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় আক্রমণাত্মক আচরণ ও অশোভন মন্তব্য করেন। ফলে হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের সুপার লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

অন্যদিকে, পেসার এবাদত হোসেন উইকেট পাওয়ার পর অতিরিক্ত উদযাপন এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে, যা তার ক্রিকেটীয় আমলনামায় যুক্ত থাকবে।

এদিকে ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত নিয়ে হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘যেটা ঘটেছে সবকিছু এক্সপ্লেইন করতে পারবো না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে আমরাও করবো! কিন্তু আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমিও স্বীকার করবো। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে হবে না।’ 

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে হৃদয় বলেন, ‘সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সো, এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।’ 

আম্পায়ারদের সমালোচনা করে হৃদয় আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি। ডোমেস্টিকে তো এর চেয়ে আরও বাজে হতো, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক রেস্পেক্ট করি, শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না।’

তিনি বলেন, ‘আপনারা আম্পায়ারদের ডিপার্টমেন্ট দেখেন, তারাও ২-১ জন বাদে যে খুব ভালো করে এমন নয়। জাস্টিফাই করলে আমার কাছে মনে হয় দুই পাশ থেকেই দেখা উচিত।’ 

এমআই