Advertisement
Us Bangla Airlines
মোহামেডানের পাত্তা না পাওয়ার দিনে আবাহনীর জয়

মোহামেডানের পাত্তা না পাওয়ার দিনে আবাহনীর জয়

খেলা ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৭

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। প্রথম দিনেই তিন ভেন্যুতে মাঠে নেমেছে গ্রুপ পর্বের সেরা ৬ দল। এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে তামিম-সৌম্যদের কাছে পাত্তাই পায়নি মোহামেডান।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মোহামেডান। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ২৭ রানে বিদায় নেন ওপেনার তৌফিক খান তুষার। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন কিছুটা চেষ্টা করলেও তিনি ফিরে যান ব্যক্তিগত ৩৫ রান করে।

ইনিংস বড় করতে পারেননি ফরহাদ হোসেন, আরাফাত সানীরাও। ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সাজঘরে ফিরেছেন মাত্র ১২ রান করে। ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। এরপর দলের হাল ধরতে চেষ্টা করেন আরিফুল ইসলাম। তবে দলীয় ১১৭ রানে ৭ উইকেট হারানোর পর শুরু হয় বৃষ্টি। এরপর আর ব্যাটিংয়ে নামা হয়নি। 

বৃষ্টি আইনে এরপর ব্যাট করতে নামেন রূপগঞ্জের ক্রিকেটাররা। তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিনা রানেই প্রথম উইকেট হারায় আকবর আলীর দল। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি সাইফ-সৌম্য। মাত্র ১৩ ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সাইফ হাসান, এ ছাড়া সৌম্য করেন ৩৬ রান। 

মোহামেডানের হেরে যাওয়ার দিনে জয়ের দেখা পেয়েছে আবাহনী। অগ্রণী ব্যাংককে হারিয়ে সুপার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে হান্নান সরকারের শিষ্যরা।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক। ওপেনার প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। এরপর দলের হাল ধরেন ইমরুল কায়েস কায়েস এবং ইমরান উজ জামান। ২৯ রান করে ইমরান বিদায় নিলেও অবিচল ছিলেন ইমরুল। ব্যক্তিগত ৪৮ রানে থাকা অবস্থায় দলের রান যখন ১০৯ তখন হানা দেয় বৃষ্টি।

এরপর আর ব্যাট করতে পারেনি দলটি। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। তবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোসাদ্দেকের দল।

এমআই