Advertisement
Us Bangla Airlines
সৌম্যর ঝড়ো ফিফটি, নাসিরের ব্যাটেও ঝলক

সৌম্যর ঝড়ো ফিফটি, নাসিরের ব্যাটেও ঝলক

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১২:৫৯

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই সৌম্য সরকার। ব্যাটিং তালিকায় আজকের ম্যাচের আগে এই ওপেনারের অবস্থান ছিল ৮৫তম। ৫ ইনিংসে ২৩ গড়ে মাত্র ৯২ রান করেছিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার। তবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজকে বিস্ফোরক ইনিংস খেলেছেন সৌম্য সরকার।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য। ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুরের বলে আউট হওয়ার আগে ৭৯ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি। যেখানে ৮টি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার।

টাইগার ওপেনারের দারুণ শুরুর দিনে ব্যাট হাতে রান পেয়েছেন নাসির হোসেন। ডিপিএলে নিজের প্রথম ম্যাচে কিপটে বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন অর্ধশতকের দেখা। বিকেএসপির চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ফিফটি করেছেন নাসির।

এদিন টসে হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জ টাইগার্সের শুরুটা ভালো ছিল না। মাত্র ১৬ রানের মাথায় ২ উইকেট হারায় নাসিরের দল। এরপরই আসাদুল্লাহ গালিবকে নিয়ে জুটি গড়েন নাসির। গালিব ৬৫ রানে আউট হলেও নাসির করেছেন ৭৭ রান। যেখানে ৮ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার।

দেড় বছরের নিষেধাজ্ঞা শেষে গেল পরশু ক্রিকেটে ফিরেন নাসির। গাজী গ্রুপের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ৩১। উইকেট শিকার করেছেন একটি। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। করেছেন ১১ বলে ৯ রান, তবে তার দল জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

এমআই