
১৫ বলে ফিফটি হাঁকানোর গল্প শোনালেন ইমন
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২০:০০
লক্ষ্যটা ছিল হাতের নাগালে। ৩০০ বলে করতে হবে মাত্র ৮৯ রান। কিন্তু সেই রান করতে গিয়ে আগ্রাসী হয়ে ওঠেছেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি। যা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবচেয়ে দ্রুততম ফিফটি।
শাইনপুকুরের বিপক্ষে সেই ম্যাচে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন ইমন। বাঁহাতি এই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে টিম আবাহনী। ম্যাচের দুইদিন পর আজ (মঙ্গলবার) মিরপুর একাডেমি মাঠে গণমাধ্যমে সেই ম্যাচের গল্প শুনিয়েছেন এই ব্যাটার।
ইমন বলেন, ‘কালকের (রোববার) ইনিংসটায় লক্ষ্য কম ছিল, তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল, কীভাবে দ্রুত শেষ করা যায়।’
রেকর্ড নয়, পরিস্থিতির দাবি মেটানোর ভাবনা থেকেই খেলেছেন ইমন, ‘দ্রুত গতিতে খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল, প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’
ঘরোয়া ক্রিকেটের বাইরে বিশ্বমানের বোলারদের বিপক্ষেও এবার দাপট দেখানোর চিন্তা ইমনের, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে ডমিনেট করা যায়।’
উল্লেখ্য, দেশের ক্রিকেটে এতদিন দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে তিনি ১৬ বলে ফিফটি করেছিলেন। তার চেয়ে এক বল কম খেলে নতুন রেকর্ড গড়লেন বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এত দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড আর কারো নেই।
এমআই