Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে কবে খেলতে আসবে, চূড়ান্ত খবর জানাল ভারত

বাংলাদেশে কবে খেলতে আসবে, চূড়ান্ত খবর জানাল ভারত

খেলা ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১৯:২৪

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে খেলতে আসবে না ভারত, ক্রিকেটপাড়ায় এমন গুঞ্জন বেশ পুরনো। সেই গুঞ্জনকে এবার আনুষ্ঠানিকতায় রূপ দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী আগস্টে বাংলাদেশে খেলতে আসবে না রোহিত শর্মারা।

আইসিসি এফটিপির অন্তর্ভুক্ত এই সিরিজ অবশ্য বাতিল হচ্ছে না। বরং দুই বোর্ডের পারস্পরিক সম্মতিতে সফর পিছিয়ে গেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে এই সিরিজ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের আগস্টে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এ বছর বাংলাদেশ সফর করবে না ভারত।

এর আগে বিবিসি বাংলা জানিয়েছিল, ‘রাজনৈতিক কারণে’ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছিল না। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে— দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। 

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম সবশেষ বোর্ড সভা জানিয়েছিলের, ভারত যদি আগস্টে সফরে আসতে না পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে।

এমআই