
প্রবাসী ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছে বাফুফে!
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ২১:৩০
প্রবাসী ফুটবলারদের তিন দিনব্যাপী ট্রায়াল কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সকালে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ২৪ জন ও বিকেলে ১৯ বছর বয়সের বেশি ২৫ জন ফুটবলার প্রায় ঘণ্টা দুয়েক ট্রায়াল দিয়েছেন। আগামীকালও দুই বিভাগে আলাদা আলাদা সেশন অনুষ্ঠিত হবে।
আমেরিকা, ইংল্যান্ডসহ ইউরোপের অনেক দেশ থেকে দেশের টানে ফুটবলাররা এসেছেন। ফুটবলের এই বৈশ্বিক ট্রায়ালের প্রথম দুই দিন মিডিয়ার প্রবেশাধিকার দেয়নি বাফুফে। এখানে প্রতিপক্ষ দলের কৌশল জানার বা বিশেষ কোনো গোপনীয়তাও নেই। এরপরও বাফুফে মিডিয়াকে অবরুদ্ধ করার কৌশলেই হেঁটেছে।
সন্ধ্যার দিকে বাফুফের মিডিয়া বিভাগ আজকের ট্রায়াল নিয়ে ডেভলপমেন্ট কমিটির একজন সদস্য ও পারফরম্যান্স প্যানেলের দুই বিচারকের মন্তব্য পাঠিয়েছে। সেখানে সাবেক তারকা গোলরক্ষক ও বাফুফে নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন বলেন, ‘প্রথম দিনে তারা একটু ক্লান্ত ছিল। সকালে একটু গরম ছিল। ফুটবল সেন্স ভালো হলেও ফিটনেসের ব্যাপারে ঘাটতি রয়েছে। এদের অনেকেরই সম্ভাবনা রয়েছে তবে সময় লাগবে।’
ট্রায়াল কার্যক্রম খুব কাছ থেকে তদারকি করছেন সাবেক জাতীয় ফুটবলার-কোচ এবং বর্তমানে ফেডারেশনের ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু। তিনি প্রথম দিনেই কোনো মন্তব্যে আসতে চান না, ‘প্রথম দিন হিসেবে আমরা বলব সময় দেয়া দরকার। এখনই মন্তব্য করার সময় আসেনি। অনেকে আবার স্কিল দেখিয়েছে। ফ্রি কিক থেকে গোলও হয়েছে। তারা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। এখনই হয়তো তাদের ফুল পটেনশিয়াল দেখাতে পারবে না কিছু সময় দরকার। ঐ ব্যাপার চিন্তা করছি।’
এই ট্রায়ালে আসা ফুটবলারদের প্রায় সবাই শীত প্রধান দেশ থেকে এসেছেন। বর্তমানে ঢাকার গরমে তাদের ট্রায়াল দেয়া খানিকটা কষ্টকরই। এটা বিবেচনা নিয়েই মূল্যায়ন করবে বাফুফের প্যানেল, ‘এই আবহাওয়া অনেকের জন্য বেশ কঠিন। আমরা মূল্যায়নের সময় এটা অবশ্যই বিবেচনায় আনব তাদের জানিয়েছি এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকেরই বয়স কম তাদের উন্নতির জায়গা রয়েছে। কোন জায়গায় উন্নতি প্রয়োজন সেটাও আমরা বলব।’
এমআই