Advertisement
Us Bangla Airlines
সৌদিতেই আরও দুই বছর থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদিতেই আরও দুই বছর থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলা ডেস্ক

২৬ জুন ২০২৫, ২১:০৪

আল নাসরের সঙ্গে রোনালদোর ইতি টানার গুঞ্জন ওঠেছিল। সেই খবরের সূত্র আবার রোনালদোর ‘এই অধ্যায় শেষ’ লেখা একটি পোস্ট। এবার গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করল সৌদি আরবের ক্লাব আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নতুন করে দুই বছরের জন্য চুক্তি সেরেছেন ক্লাবটি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন সাবেক মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পতুর্গাল ফরোয়ার্ডের দেখাদেখি সৌদি প্রো লিগে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোসহ বিশ্বের বিভিন্ন বড় তারকা। এর মধ্যে অনেকে সৌদি ছেড়ে ইংলিশ, ইউরোপীয়ান ক্লাবে পাড়ি জমিয়েছেন।

তবে ৯ শতাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদির সঙ্গে সর্ম্পক আরও দীর্ঘ করলেন। দুই বছরের চুক্তি নবায়নে ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসেরে থাকবেন এই পর্তুগিজ তারকা। ৪০ বছর বয়সী রোনালদোর তখন বয়স হবে ৪২। তবে ফুটবল বিশ্বের অন্যতম ফিট খেলোয়াড়ের বয়স নিয়ে কোনো দুশ্চিন্তাই করছে না আল নাসর।

এদিকে আল নাসরে খেলা আড়াই মৌসুমে লিগ বা মহাদেশীয় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। গেল মাসে জেতা ম্যাচে হেরে যাওয়ার পর রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জন ওঠেছিল। তবে সব গুঞ্জনকে আজ মাটি দিল আল নাসর।

এমআই