
আরাফার দিনের রোজা রাখলেন হামজা, বিশ্রামে দল
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৬:২৬
বাংলাদেশ ফুটবল দলের মহাতারকা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডে বসবাস করলেও অত্যন্ত ধর্মপরায়ণ এই মুসলিম ফুটবলার। ধর্মীয় রীতি মেনে, আজ (বৃহস্পতিবার) রোজা রেখেছেন হামজা চৌধুরী। এছাড়া দলের একাধিক কোচিং স্টাফও আজ রোজা রেখেছেন।
মুসলমানদের প্রধান পাঁচ ফরজের একটি হজ। হজের প্রধান রোকন আরাফায় অবস্থান। হজ আদায় করতে যাওয়া সকল হাজীরা আজ আরাফার ময়দানে অবস্থান করছেন। জিলহজের ৯ তারিখে বা আরাফার দিনে মুসলমানদের রোজা রাখার বিধান রয়েছে। নফল আমল হলেও এ দিনে অনেকেই রোজা রাখেন।
ইসলামের সেই রীতি আমলে নিয়ে আজ রোজা রেখেছেন বাংলাদেশ ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও হামজার সঙ্গে রোজা রেখেছেন। এমনকি আগামীকালও রোজা রাখবেন বলে জানা গেছে।
আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। বাংলাদেশে ঈদ উদযাপন হবে ৭ জুন। ম্যাচের তিন দিন আগে ঈদ হওয়ায় ঈদের দিনও অনুশীলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যা সাতটায় অনুশীলন হওয়ার পরিকল্পনা করছে কোচিং স্টাফ।
এদিকে গতকাল ভুটানের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জয়ের পর আজ হোটেলে বিশ্রাম করছে বাংলাদেশ দল।
বাফুফে সূত্রে জানা গেছে, আজ টিম হোটেলে আইস বাথ ও রিকভারিতে দিন কাটছে হামজাদের। ১০ জুন বাংলাদেশ সাদা হোম জার্সিতে খেলবে। হোটেলে সেই ফটোশুট হয়েছে। গতকাল বাংলাদেশ হোম ম্যাচ খেললেও অ্যাওয়ে ম্যাচের লাল জার্সিতে খেলেছে। আজ বিশ্রাম থাকলেও আগামীকাল অনুশীলন শুরু করবে হামজারা।
এমআই