Advertisement
Us Bangla Airlines
ক্যাবরেরার পদত্যাগ চাওয়া বাফুফের সেই সদস্যকে অব্যাহতি!

ক্যাবরেরার পদত্যাগ চাওয়া বাফুফের সেই সদস্যকে অব্যাহতি!

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১৬:১৭

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে সমর্থকদের বেশ ক্ষোভ রয়েছে। নিজের সিদ্ধান্তে অটল থাকা এই স্প্যানিশ ম্যাচের পরিকল্পনায় নিয়মিত ভুল করেন। এমনকি সেরা খেলোয়াড়কে বসিয়ে পছন্দের ফুটবলারকে নামানোর অভিযোগ রয়েছে। তাতে ক্ষতিটা গুনছে বাংলাদেশ দল।

পরিকল্পনায় গলদ থাকা ক্যাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেই শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি।

ক্যাবরেরাকে ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি দিল সমর্থকেরা

চিঠিতে শাহীনকে অব্যাহতি দেওয়া চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথাই লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে। 

উল্লেখ্য, জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। এ সকল স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে।

বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী— জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটির আকার বাড়িয়েছেন ১২ জনে। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন। 

সিঙ্গাপুর ম্যাচের আগে চমকপ্রদ তথ্য দিলেন বাংলাদেশ কোচ

সাম্প্রতিক সময়ে বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্যকে কোনো স্ট্যান্ডিং কমিটি থেকে এভাবে অপসারণ করা হয়নি। সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ১৪ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের বিদায় চাওয়ায় বাফুফের প্রায় সবাই বিব্রত হয়েছে, পাশাপাশি কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠেছে জোরেশোরে।

সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনের আগে বাফুফের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ রয়েছে আরও দুই নির্বাহী সদস্য টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের ওপর। শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দিলেও টিপু সুলতান ও কিরণের ব্যাপারে বাফুফেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এমআই