Advertisement
Us Bangla Airlines
মেসির সঙ্গে যে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

মেসির সঙ্গে যে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

খেলা ডেস্ক

১৯ জুন ২০২৫, ২২:০৫

আন্তর্জাতিক ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের জাদুকরী পারফরম্যান্স যেমন বিশ্বময় আলোচিত, ঠিক তেমনই মাঠের বাইরেও তাঁর প্রভাব বিস্তৃত। তাই মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় শীর্ষে থাকা তাঁর জন্য নতুন কিছু নয়।

এবারের এই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোর ফুটবলার—কাভান সুলিভান। মাত্র ১৫ বছর বয়সেই তিনি জায়গা করে নিয়েছেন এমএলএসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সির শীর্ষ ২০ জনের তালিকায়। কাভান আছেন ১৮ নম্বরে।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্ম নেওয়া কাভান সুলিভান মায়ের দিক থেকে জার্মান ও বাংলাদেশি বংশোদ্ভূত। তরুণ এই মিডফিল্ডারের প্রতিভা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে। বাংলাদেশের জার্সিতে তার খেলা নিয়েও গুঞ্জন ওঠেছিল।

এই র‍্যাঙ্কিং তৈরি করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ফ্যানাটিকস, যারা ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া অফিসিয়াল জার্সির পরিসংখ্যান বিশ্লেষণ করেছে। তালিকাটি প্রকাশ করেছে এমএলএসের অফিসিয়াল ওয়েবসাইট।

শীর্ষ ২০-এ জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে তিনজনই ইন্টার মায়ামির। তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, দ্বিতীয় স্থানে আছেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ, আর ১৬ নম্বরে আছেন মিডফিল্ডার সার্জিও বুসকেতস। তবে কার জার্সি কতসংখ্যায় বিক্রি হয়েছে, সে নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এমআই