Advertisement
Us Bangla Airlines
সিঙ্গাপুর ম্যাচের আগে চমকপ্রদ তথ্য দিলেন বাংলাদেশ কোচ

সিঙ্গাপুর ম্যাচের আগে চমকপ্রদ তথ্য দিলেন বাংলাদেশ কোচ

খেলা ডেস্ক

০৯ জুন ২০২৫, ১৭:০৭

বাংলাদেশ ফুটবল দলে তিন বছরের বেশি সময় কাজ করছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচ হিসেবে বলার মতো সাফল্য না পেলেও সমালোচনা আর বিতর্ক কুড়িয়েছেন বহুবার। দল নির্বাচন, খেলার পদ্ধতি নিয়ে ফুটবলাঙ্গনে তার বিরুদ্ধে ব্যাপক প্রশ্ন রয়েছে। তবুও তাকে ধরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

স্প্যানিশ এ কোচের সামনে এবার আরেকটি পরীক্ষা। আগামীকাল তার তত্ত্বাবধানে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের বিভিন্ন দিক আলোচনা করে গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। এ সময় একটি চমকপ্রদ তথ্যও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে প্রায় তিন বছর কাজ করলেও কখনো প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টির মুখোমুখি হতে হয়নি ক্যাবরেরার। ফলে পেনাল্টি পেলে নিজেদের প্রস্তুতি কেমন থাকবে, সেটাই পরিষ্কার করলেন এই স্প্যানিশ কোচ।

ম্যাচের মধ্যে বাংলাদেশ পেনাল্টি পেলে কে শট নেবেন এমন প্রশ্নে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচ কোচিং করিয়েছি। এখন পর্যন্ত কোনো পেনাল্টি পাইনি। তবে অবশ্যই আমাদের দলে ভালো পেনাল্টি শট নেয়ার খেলোয়াড় রয়েছে।’ 

আগামীকাল ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। হামজা-সোমিতদের বাংলাদেশ দলে যোগ দেওয়া নিয়ে ফুটবল উন্মাদনা দেশের সর্বত্র। এটাকে কোচ হ্যাভিয়ের বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না, ‘আমরা কালকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচটি জয়ের জন্যই খেলব।’

দেশের মাটিতে হামজার সঙ্গে অভিষেক হচ্ছে ফাহামিদুলের

এদিকে নিজের চুক্তি নবায়ন এবং চাকরির ভবিষ্যত নিয়ে এই কোচ বলেন, ‘আমি যতটুকু জানি আমার চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। এটা নিয়ে আমি ভাবছি না। কালকের ম্যাচ নিয়েই মনোযোগ।’

প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘আমি মনে করি, মানসম্পন্ন খেলোয়াড় যোগ হওয়াটা দারুণ ব্যাপার। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে। এখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে।’

এমআই