Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় সোয়াট টিম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় সোয়াট টিম

খেলা ডেস্ক

০৮ জুন ২০২৫, ২২:২০

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট সংকটে আন্দোলন করেছে ফুটবলপ্রেমীরা। সম্প্রতি ভুটানের বিপক্ষে ম্যাচের টিকিট না পেয়ে দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন।আবার তিনজন সমর্থক গ্যালারি টপকে মাঠেও ঢুকে যান। প্রীতি ম্যাচের সেই অব্যবস্থাপনা থেকে বাফুফে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। 

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে তাই নিরাপত্তা আরও জোরদার করছে। সিঙ্গাপুর ম্যাচে বাফুফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। সেই সোয়াট আগামীকাল (সোমবার) জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে এবং ম্যাচের দিনও নিরাপত্তার বিষয় দেখভাল করবে। 

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ একাধিকবার জরিমানার শিকার হয়েছে। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আবার ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক ও প্রস্তুতি রাখছে।

১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। অনেক ফুটবলপ্রেমী ঢাকায় গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। সেই বিষয়টি বিবেচনা করে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এরকম ব্যবস্থা হওয়ার কথা রয়েছে।

এমআই