
গ্যালারিতে সারা, যে কারণে আলোচনায় শুভমান গিল
খেলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩১
বোর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফলের উপর নির্ভর করছে ভারতের ভাগ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এ সিরিজ জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচের দারুণ জয়ে সিরিজ শুরু হলেও অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে হোঁচট খায় রোহিতের দল। তাতে চলমান সিরিজের ফলাফল ১-১ সমতায় অবস্থান করছে।
গ্যাবায় সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হয়েছে আজ। এ ম্যাচ যারা জিতবে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে তারাই এক পা দিয়ে রাখবে। সিরিজের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে অনুপ্রেরণা জোগাতে মাঠে হাজির ছিলেন সাবেক ক্রিকেটাররা। আইসিসি চেয়ারম্যান জয় শাহও এ ম্যাচে উপস্থিত ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় দর্শক সারিতে বসা সারা টেন্ডুলকার।
ক্রিকেট নিয়মিত অনুসরণ করেন, এমন সবাই সারা টেন্ডুলকারকে চিনে থাকবেন। সারা ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার ও ডাক্তার অঞ্জলি টেন্ডুলকারের প্রথম সন্তান ও একমাত্র মেয়ে। তবে বাবাকে ছাপিয়ে সারা আলোচনায় আসেন ভিন্ন কারণে। গুঞ্জন রয়েছে, ভারতের টপ অর্ডার ব্যাটার শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের প্রণয়ের সম্পর্ক রয়েছে।
ভারতের তারকা ক্রিকেটারের সাথে শচীন কন্যার সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও নানান ইস্যুতে তারা আলোচনায় এসেছেন। এমনকি তাদের সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চলে রহস্যের খোঁচাখুচি। এবার গুঞ্জনকে যেন আরও উসকে দিয়েছে ব্রিসবেনের মাঠে সারার উপস্থিতি।
সাধারণত, স্টেডিয়ামে পরিবারের সাথে খেলা দেখতে আসেন সারা টেন্ডুলকার। দর্শক সারিতে এবার প্রথম তাকে একা দেখা গেল। তাতে আলোচনার উৎসব পালন করছেন নেটিজেনরা।
নেটিজেনদের দাবি, ম্যাচ নয়, সারা এসেছেন কেবল গিলকে দেখতে। কেউ কেউ বলছেন, শুভমানের জন্যই হয়তো ব্রিসবেনে গিয়েছেন সারা। অনেকে আবার লিখছেন, খেলার মাঠে গিলকে অনুপ্রেরণা জোগাতে স্টেডিয়ামে হাজির হয়েছেন শচীন কন্যা। অবশ্য বৃষ্টিবিঘ্নিত ম্যাচের কারণে ভারতীয় দলের তেমন খবর না থাকায় আলোচনায় বেশি এসেছেন এ জুটি।
এদিকে গ্যাবায় ম্যাচের নির্ধারিত সময়েই টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টি দাপট দেখানোর আগে হয়েছে মোটে ৮০ বল। দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে আর খেলা শুরু করা যায়নি। পরে খেলা বন্ধের আগ পর্যন্ত স্বাগতিকরা বিনা উইকেটে ২৮ রান করেছে। ওপেনার উসমান খাজা ৪৭ বলে ১৯ রান, নাথান ম্যাকসুয়েনি অপরাজিত আছেন ৩৩ বলে ৪ রানে। বিরূপ আবহাওয়াকে কাজে লাগানোর লক্ষ্যে আগে বোলিং নিয়েও সাফল্যের মুখ দেখেনি ভারত।
এমআই