Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপে হেরে ‘শাস্তি’ পাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা!

এশিয়া কাপে হেরে ‘শাস্তি’ পাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা!

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

ভারতের বিপক্ষে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তিন ম্যাচেই পরাজয় হজম করেছে সালমান আলীর দল। ফাইনালে ভারতের কাছে হারায় এবার শাস্তি পেতে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা! ফখর-বাবরদের উপার্জনে লাগাম টানছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে।

গতকাল (২৯ সেপ্টেম্বর) খেলোয়াড় ও এজেন্টদের কাছে পাঠানো এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ। বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির অনুমোদনে এই নির্দেশনা জারি করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।

ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে এনওসি প্রদানের একটি কাঠামো তৈরি করতে চাইছে বোর্ড, যাতে ঘরোয়া ও জাতীয় পারফরম্যান্সের গুরুত্ব বাড়ে। সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে, যখন পাকিস্তান সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে গেছে। যদিও একই সফরে তারা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে। 

অন্যদিকে, কায়েদ-ই-আজম ট্রফি অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, যা মূলত সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা ছিল। এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বেশ কিছু আন্তর্জাতিক লিগে। আসন্ন বিগ ব্যাশ লিগে খেলার কথা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ সাতজন পাকিস্তানি ক্রিকেটারের। 

এছাড়া ১ অক্টোবর আইএলটি২০ নিলামের জন্য ১৬ জন পাকিস্তানি খেলোয়াড় তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে আছেন নাসিম শাহ, সাইম আয়ুব ও ফখর জামান। তবে এই এনওসি স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে বা কোনো ছাড় থাকবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পিসিবি।

এমআই