Advertisement
Us Bangla Airlines
বাবার প্রথম বলেই ছক্কা, বাইশ গজে তেজ দেখালেন নবীর ছেলে

বাবার প্রথম বলেই ছক্কা, বাইশ গজে তেজ দেখালেন নবীর ছেলে

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১৬:৪৮

জাতীয় দলের জার্সিতে ছেলের সঙ্গে একত্রে খেলার প্রত্যয় জানিয়েছিলেন আফগান তারকা মোহাম্মদ নবী। কিন্তু সেই আশাটা এখনো বাস্তবে রূপ নেয়নি। তবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে এবার একত্রে খেলছেন বাবা-ছেলে। যেখানে নবীর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন তার ছেলে হাসান ইসাখিল।

গতকাল (২২ জুলাই) আইনায়াক নাইটসের হয়ে ম্যাচের নবম ওভারে বল করতে আসেন মোহাম্মদ নবী। তখন ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন তার ছেলে হাসান ইসাখিল, যিনি আমু রিজিওনের হয়ে খেলছেন। বাবার প্রথম বলে মুখোমুখি হয়েই মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান হাসান। এতেই ক্রিকেট পাড়ায় হইচই শুরু হয়েছে।

ছেলের হাতে ছক্কা হজম করে সেই ওভারে ১২ রান খরচ করেছিলেন মোহাম্মদ নবী। পরে আর বল করতে আসেননি তিনি। অন্যদিকে, বাবাকে প্রথম বলেই ছক্কা হাঁকানোর ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন হাসান ইসাখিল। ৩৬ বলে ৫২ রান করেন এই ব্যাটার, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এতেই ১৬২ রানের সংগ্রহ পায় তার দল।

জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখেই জয় পেয়ে যায় নবীর দল আইনায়াক রিজিওন। মোহাম্মদ কায়েসের ১৭তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান মোহাম্মদ নবী। আইনায়াকের দুই ওপেনার ব্যাটিং পাওয়ার প্লের ৬ ওভারে ৮৯ রানে তুলে ম্যাচের জয় সহজ করে দিয়েছেন।

বাবার প্রথম বলেই ছক্কা, বাইশ গজে তেজ দেখালেন নবীর ছেলে

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে শতক হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন হাসান ইসাখিল। আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেশ হইচই ফেলে দিয়েছিলেন এই ওপেনার।

এমআই