Advertisement
Us Bangla Airlines
আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ১৭:৫৯

চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা নেই শান্তদের। ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ। দুই টেস্টের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও একটি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রশিদ-নবীদের সঙ্গে কুড়ি ওভারের সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। চলতি বছরের অক্টোবরে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হতে পারে। আইসিসির ভবিষ্যত সূচির বাইরে এই সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমন তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানায়, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি। কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

এমআই