Advertisement
Us Bangla Airlines
কন্যা সন্তানকে হারিয়ে ভেঙে পড়ছেন আফগান ওপেনার

কন্যা সন্তানকে হারিয়ে ভেঙে পড়ছেন আফগান ওপেনার

খেলা ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ১৭:২২

শোকের মাতম চলছে আফগানিস্তানের ক্রিকেট পাড়ায়। মাত্র দুই বছরের কন্যা সন্তানকে হারিয়ে ভেঙে পড়ছেন আফগানদের বাঁহাতি ওপেনার হজরতুল্লাহ জাজাই। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত। তবে জাজাইয়ের কন্যা সন্তান কীভাবে মারা গেলেন তা জানাননি তিনি।

বাংলাদেশ সময় আজ ভোরে ইনস্টাগ্রামে করিম জানাত লিখেন, ‘ভাই সমতুল্য জাতীয় দলে আমার সবচেয়ে কাছের বন্ধু হজরতুল্লাহ জাজাই তার কন্যা সন্তান হারিয়েছেন। এমন কঠিন সময়ে জাজাই এবং তার পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। এই মর্মান্তিক সময়ে আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাজাই এবং তার পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই।’

জাতীয় দলের ওয়ানডে দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত বাঁহাতি ওপেনার হজরতুল্লাহ জাজাই। ৫০ ওভারের ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৯ সালে। চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন না এই ব্যাটার। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে তার দল। এর মাঝেই কন্যা সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়ছেন হজরতুল্লাহ জাজাই।

২০১৬ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। কুড়ি ওভারে ক্রিকেটে নিয়মিত খেলছেন এই বিধ্বংসী ওপেনার। সবশেষ গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০ ওভারের ম্যাচে নিয়মিত খেললেও লম্বা সংস্করণের ক্রিকেট দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।

এমআই