Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশি সিনিয়রদের চেয়েও এগিয়ে আফগান অলরাউন্ডার

বাংলাদেশি সিনিয়রদের চেয়েও এগিয়ে আফগান অলরাউন্ডার

খেলা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪

ক্রিকেট বিশ্বে দীর্ঘ সময় ধরে বিচরণ করছে বাংলাদেশ দল। অভিজ্ঞতার দিক থেকে কোনো অংশে কম নয় দলটির ক্রিকেটাররা। সেদিক থেকে বেশ পিছিয়ে আফগানিস্তান। স্বাভাবিকভাবে আফগানদের সঙ্গে বাংলাদেশের তুলনা করার যুক্তি আসে না। কিন্তু টাইগারদের হতশ্রী পারফরম্যান্সের মাঝে তড়িৎ গতিতে অগ্রসর হচ্ছে রশিদ-নবীরা।

ক্রিকেটের বড় মঞ্চে প্রতিপক্ষকে তাক লাগিয়ে দেওয়া এই দলকে নিয়ে বাজি ধরেছেন বিশ্লেষকেরা। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেটার যথার্থতা প্রমাণ করেছে হাসমতউল্লাহের দল। তাতে বাংলাদেশ-আফগানিস্তান নিয়ে তুলনাটা চলে আসে। প্রশ্নও ওঠে, আফগানরা কি আসলেই বাংলাদেশ থেকে ভালো?

সাম্প্রতিক ফর্মে আফগানিস্তান বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে অজিদের কাঁপন ছুটিয়ে দিয়েছে আফগানরা। যেখানে বাংলাদেশ নিজেরাই ব্যর্থতার কাঁপুনিতে বিদায় নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার গল্প শুনিয়ে ‘ভুল থেকে শিক্ষা’ নেওয়ার বাণীতে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছে বাংলাদেশ।

বৃষ্টির চোখ রাঙানি, সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ

আইসিসির এই টুর্নামেন্টে টাইগারদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা। মুশফিক, রিয়াদের বুদ্ধিহীন শটে বাংলাদেশের বিপদ বেড়েছে। ওয়ানডে ক্রিকেটে আড়াইশর বেশি ম্যাচ খেলা মুশফিক এই সংস্করণে প্রথম হাজার রান করতে খেলেছিলেন ৫৫ ইনিংস। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৪৮ ইনিংস।

ওয়ানডেতে এক হাজার রান করতে ৩৭ ইনিংস খেলতে হয়েছে সম্প্রতি অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবালের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবেরও লেগেছে ৩৮ ইনিংস। অথচ সমান রান করতে মাত্র ৩১ ইনিংস খেলেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ৬৭ রান করেন এই ক্রিকেটার। তাতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে ৩১ ইনিংসে ৪৭ গড়ে ১০৩৩ রান করেন ওমরজাই। যেখানে স্ট্রাইক রেট ৯৮। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় কাটানো বাংলাদেশের কোনো ক্রিকেটারের (অন্তত ১০০০ রান) ওয়ানডে গড় ৪০ বা এর কাছাকাছিও নেই। এমনকি ব্যাটিং সামর্থ্যের দিক থেকে বাংলাদেশের সিনিয়র, জুনিয়র ক্রিকেটাররা আফগান অলরাউন্ডার থেকে বেশ পিছিয়ে।

‘জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ’

ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে দ্রুত হাজার রান করেছিলেন শাহরিয়ার নাফিস এবং এনামুল হক বিজয়। এই দুই ওপেনার হাজার রান করতে খেলেছিলেন ২৯ ইনিংস। নাফিস  ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং বিজয়ের জাতীয় দলে ফেরা অনিশ্চিত।

অন্যদিকে, আফগানিস্তানের হয়ে সবচেয়ে দ্রুত হাজার রানের কোটা পূরণ করেছেন ইব্রাহিম জাদরান, মাত্র ২৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ২৭, রহমত শাহ এবং আজমতউল্লাহ ওমরজাই ৩১ ইনিংসে হাজার রানের র্কীতি ছুঁয়েছেন।

এমআই