Advertisement
Us Bangla Airlines
‘বাংলাদেশ এখনো ১৫ বছরের পুরনো ক্রিকেট খেলছে’

‘বাংলাদেশ এখনো ১৫ বছরের পুরনো ক্রিকেট খেলছে’

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক দেশ হিসেবে ফেবারিট ছিল পাকিস্তান দল। কিন্তু টুর্নামেন্টে নিজেদের সক্ষমতার ছিটেফোঁটাও দেখাতে পারেননি রিজওয়ানরা। শিরোপা জেতার বদলে উল্টো গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা। পাকিস্তানের মতো একই হাল টুর্নামেন্টে আন্ডার ডগ হিসেবে অংশ নেওয়া বাংলাদেশের। ন্যূনতম লড়াই ছাড়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তের দল।

বাংলাদেশ, পাকিস্তানের ভরাডুবির মাঝে প্রশংসায় ভাসছে এশিয়ার উঠতি দল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা না গড়তে পারলেও ইংলিশদের সক্ষমতার দৌড় বুঝিয়ে দিয়েছে রশিদ-নবীর দল। গতকাল ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। যা তাদের সেমির দৌড়ে রেখেছে। আফগানদের এমন পারফরম্যান্সে মুগ্ধ নাসের হুসেন। 

‘জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ’

বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ পনেরো বছর আগে যেমন ছিল, সহজভাবে বললে একই ধরনের ক্রিকেট খেলছে এখনো। আর এই পনেরো বছরে আফগানিস্তান দল এমন হয়েছে যারা যেকোন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। ডিভিশন-৫ থেকে সাদা বলে যেকোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম; এটিই উন্নতি।’

গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার নাভিশ্বাস তুলেছিল রশিদ খানের দল। এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও ইংলিশদের ফের হারিয়েছে তারা। আফগানদের এমন পারফরম্যান্স থেকে বাংলাদেশ, পাকিস্তানকে শেখার পরামর্শ দিলেন নাসের হুসেন। 

চ্যাম্পিয়নস ট্রফিতে শক্তির জায়গায় যেখানে পিছিয়ে বাংলাদেশ

ইংলিশ কিংবদন্তির মতে, আফগানিস্তানকে দেখে শেখা উচিত বাংলাদেশ ও পাকিস্তানের। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি, তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত, কেন আমরা স্থবির হয়ে পড়েছি?’

এমআই