Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফি কোথায়, কীভাবে দেখবেন?

চ্যাম্পিয়নস ট্রফি কোথায়, কীভাবে দেখবেন?

খেলা ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

অনিশ্চয়তা আর জল্পনার মেঘ উড়িয়ে দিয়ে অবশেষে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে এই টুর্নামেন্ট শুরু হবে। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়ে ইতোমধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব দেওয়া প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে এই প্রতিষ্ঠান।

আট বছর পরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব পেয়েছে টেলিভিশন, ওয়েবসাইট, অ্যাপস ও রেডিও মিলিয়ে মোট ৬৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ১৯টি টিভি চ্যানেল, ১৫টি অ্যাপস, ২১টি ওয়েবসাইট ও ৮টি রেডিও চ্যানেল। যেখানে বাংলাদেশের দুইটি টিভি এবং একটি অ্যাপ রয়েছে।

বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির সব খেলা সম্প্রচার করবে দেশের দুই বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভি ও প্রথম স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। এছাড়া ডিজিটাল মাধ্যমে ১৯ দিনের এই প্রতিযোগিতা সম্প্রচার করবে টফি অ্যাপ। 

এছাড়া রেডিওতে এই টুর্নামেন্টের সরাসরি ধারাবিবরণীও শুনতে পাওয়া যাবে দেশের দুটো রেডিও চ্যানেলে। সেক্ষেত্রে বেতার বা মোবাইল থেকে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ টিউন করতে হবে। পাশাপাশি সরাসরি খেলা দেখতে যেতে হবে পাকিস্তান এবং দুবাইতে। সেক্ষেত্রে অগ্রিম টিকিট ক্রয় করতে হবে। যদিও অনলাইনে ছাড়া বাংলাদেশ ম্যাচের টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

এদিকে আইসিসি টিভিতেও দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফির খেলা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বের ৮০ টিরও বেশি অঞ্চলের দর্শকেরা আইসিসি টিভির মাধ্যমে যাবে চ্যাম্পিয়নস ট্রফি উপভোগ করতে পারবেন। আইসিসি তাদের ওয়েবসাইট ও অ্যাপের ম্যাচ সেন্টারের মাধ্যমে বিশ্বব্যাপী সব ম্যাচের লাইভ রেডিও সম্প্রচার বিনামূল্যে উপভোগের সুযোগ দেবে। 

এছাড়া প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে একটি আইসিসি টুর্নামেন্ট ১৬টি ভিন্ন ফিডে লাইভ স্ট্রিমিং হবে। যেখানে মোট ৯টি ভাষায় সম্প্রচারিত হবে পুরো টুর্নামেন্ট। বাংলা ছাড়াও বাকি ভাষাগুলো হলো-ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।

চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত স্কোয়াড: যারা ফিরলেন, যারা বাদ পড়লেন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি যেখানে দেখবেন

ভারত: জিওস্টার (টিভিতে স্টার ও নেটওয়ার্ক ১৮ চ্যানেলে, ডিজিটালে জিও হট স্টার)
পাকিস্তান: পিটিভি ও টেন স্পোর্টস, স্ট্রিমিং: মাইকো ও তামাশা অ্যাপ সংযুক্ত আরব আমিরাত: ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, স্ট্রিমিং: স্টার্জপ্লে
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন, ডিজিটাল: স্কাই গো, নাউ, স্কাই স্পোর্টস অ্যাপ
যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি, স্ট্রিমিং: উইলো বাই ক্রিকবাজ অ্যাপ (হিন্দিতেও সম্প্রচার)
ক্যারিবিয়ান: ইএসপিএন ক্যারিবিয়ান, স্ট্রিমিং: ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ
অস্ট্রেলিয়া: প্রাইম ভিডিও (হিন্দিতেও সম্প্রচার)
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্ট এনজেড, ডিজিটাল: নাও ও স্কাই গো অ্যাপ
দক্ষিণ আফ্রিকা: সুপারস্পোর্ট, ডিজিটাল: সুপারস্পোর্ট অ্যাপ
বাংলাদেশ: নাগরিক টিভি ও টি-স্পোর্টস, ডিজিটাল: টফি অ্যাপ
আফগানিস্তান: এটিএন
শ্রীলঙ্কা: মহারাজা টিভি (টিভি ১ অন লিনিয়ার), ডিজিটাল: সিরাসা

এমআই