
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পাইলটের কণ্ঠে পন্টিংয়ের সুর
খেলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭
চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে আজ রাতেই ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। আইসিসির এই আয়োজনকে কেন্দ্র করে গতকাল আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে এসে আশার বাণী শুনিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা।
টাইগার ক্যাপ্টেনের এমন উচ্চ আকাঙক্ষা কতটা বাস্তবসম্মত, তা প্রশ্ন থেকেই যায়। এর পেছনে মূল কারণ শান্তদের সাম্প্রতিক পারফরম্যান্স। সবশেষ ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে। এর আগে আফগানদের সাথে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা।
বাংলাদেশের এমন ভরাডুবি পারফরম্যান্সে চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের তেমন কোনো সম্ভবনা দেখছেন না অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আইসিসির পডকাস্টে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, তারা (বাংলাদেশ) চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ ভুগতে চলেছে। আমার মনে হয়, অন্য দলগুলোর সঙ্গে মানের বিচার করলে এই দলটা পিছিয়ে থাকবে। তাদের দলে কোয়ালিটির (মানসম্পন্ন খেলোয়াড়ের) কিছুটা অভাব আছে।’
এবার রিকি পন্টিংয়ের সুরে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে কথা বললেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। টাইগারদের সাবেক অধিনায়কের মতে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ তলানিতে থাকবে।
পাইলট বলেন, ‘আটটি দলের মধ্যে নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাকি ছয়টি দলই কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো দল। প্রক্রিয়া যদি ঠিক থাকে আপনি প্রতি সিরিজেই ভালো খেলবেন। তখন এক-দুই ম্যাচের হিসেব হবে না। তখন দেখবেন, প্রতি সিরিজেই ভালো খেলোয়াড় বেরিয়ে আসছে।’
প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে। তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর। টাইগারদের মূল শক্তি দলগত পারফরম্যান্স।
পাইলট বলেন, ‘আমাদের দলে কিন্তু বুমরাহর মতো বোলার নেই। আমাদের আছে সমন্বয়। সবার কাছ থেকে আলাদা আলাদা করে অবদান লাগবে। টপ অর্ডারে আগে আমাদের রান হচ্ছিল না। টপ অর্ডার থেকে রান আসাটা খুবই গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা কিন্তু ভালো ছন্দে আছে।’
আইসিসির এমন টুর্নামেন্টের আগে বিসিবির পরিকল্পনার অভাব দেখছেন খালেদ মাসুদ। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা না রাখায় বিসিবিকে ধুয়ে দিয়েছেন তিনি।
পাইলট বলেন, ‘বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই। হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে, চ্যাম্পিয়নস ট্রফিকে নিয়ে চিন্তা করেছে। কিন্তু দুই আসরের মধ্যে তিন মাস বা ছয় মাসের সমন্বয়টা হয়তো মিস করে গেছে ম্যানেজমেন্ট। যারা উপমহাদেশের বাইরে তারা বাংলাদেশে এসে এক-দুটো ওয়ানডে ম্যাচ খেলে হয়তো চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের কন্ডিশনের প্রস্তুতি নিতে পারতো। সে প্রক্রিয়াটা করতে মিস করে গেছে। যেটা করলে, চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দলের জন্য সুন্দর একটি প্রস্তুতি হতো।’
এমআই