
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন পন্টিং
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১
বাংলাদেশের দলের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডে। কিন্তু এই সংস্করণেই গত কয়েক বছর ধরে সংগ্রাম করে চলেছেন মুশফিক-রিয়াদরা। নিজেদের পছন্দের সংস্করণে গেল বছর মাত্র তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। যেখানে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজে পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছিল। এমনকি ক্যারিবিয়ানদের কাছে প্রায় ১ যুগ পর হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের অবস্থা বলার মতো ছিল না। পুরো টুর্নামেন্টে মাত্র ২টি ম্যাচ জিততে পেরেছিল টাইগাররা। এর মধ্যে শ্রীলঙ্কার সাথে বিতর্কিত ম্যাচে জিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ আর ওঠে দাঁড়াতে পারেনি।
শক্তি ও মানের বিচারে পিছিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে তেমন কোনো সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি।
বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’
টুর্নামেন্টটিতে সাকিব-তামিমের না থাকা নিয়ে অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, ‘তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করবে।’
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে বাংলাদেশ। ভারত ছাড়াও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। তিন হট ফেবারিটের বাধা টপকে সেমিতে যাওয়াটাই বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ।
এমআই