Advertisement
Us Bangla Airlines
রশিদের মতো এত ছক্কা আগে হজম করেনি কেউ!

রশিদের মতো এত ছক্কা আগে হজম করেনি কেউ!

খেলা ডেস্ক

৩১ মে ২০২৫, ১৮:৪৬

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের বড় নাম রশিদ খান। বিশ্বের সব টি-টোয়েন্টি লিগে চষে বেড়িয়েছেন এই আফগান তারকা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বড় প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লম্বা সময় ধরে খেলছেন রশিদ খান। এককালে সানরাইজার্স হায়দ্রাবাদে খেললেও গত চার মৌসুম খেলছেন গুজরাট টাইটানসে।

রানবন্যার আইপিএলে ব্যাটারদের হাতে নিয়মিত কচুকাটা হয়েছেন রশিদ খান। গুজরাটের জার্সিতে চলতি আসরে ১৫ ম্যাচ খেললেও বলার মতো কিছু করতে পারেননি। বরং বল হাতে ওভার প্রতি প্রায় ১০ রান করে খরচ করার পাশাপাশি উইকেট তুলেছেন মাত্র ৯টি। যেখানে আফগান তারকার বোলিং গড় ছিল ৫৭.১১।

টি-টোয়েন্টিতে কখনোই এত বাজে দিন দেখেননি রশিদ

আইপিএলে ৯ মৌসুম খেলা রশিদ তার পুরো ক্যারিয়ারে কখনোই এত বাজে সময় কাটাননি। তাতে প্লে-অফ থেকে বাদ পড়ে মৌসুম শেষ করেছে তার দল গুজরাট টাইটানস।

এদিকে বল হাতে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড গড়েছেন রশিদ খান। চলতি আসরে ৩৩০টি বল করে ৩৩ ছক্কা হজম করেছেন এই তারকা লেগ স্পিনার। আইপিএলে এক মৌসুমে এত বেশি ছক্কা হজম করেনি কোনো বোলার। রশিদের লজ্জার রেকর্ডে মুক্তি পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।

আইপিএলের ২০২২ মৌসুমে ৩১টি ছক্কা হজম করেছিলেন মোহাম্মদ সিরাজ। সেবার ১৫ ইনিংস বোলিং করে রশিদের মতো ৯টি উইকেট শিকার করেছেন তিনি। ২০২২ মৌসুমে মোট ৩০৬টি বল করেছিলেন মোহাম্মদ সিরাজ। তাতে ৪৪ চার ও ৩১টি ছক্কা হজম করেছিলেন এই ডানহাতি পেসার।

ছক্কা হজমের তালিকায় সিরাজের পরেই আছেন দুই লেগ স্পিনার। গেল মৌসুমে ৩০টি ছক্কা হজম করেছেন ভারতীয় লেগি যুজবেন্দ্র চাহাল। এছাড়া ২০২২ মৌসুমে আরসিবির হয়ে খেলা শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙা ৩০টি ছক্কা হজম করেছেন।

এমআই