Advertisement
Us Bangla Airlines
আইপিএলে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদের

আইপিএলে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদের

খেলা ডেস্ক

৩০ মার্চ ২০২৫, ১৩:০৩

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের বড় নাম রশিদ খান। আফগানিস্তান জাতীয় দল, দেশি-বিদেশি ঘরোয়া লিগসহ মোট ৩১টি দলে খেলেছেন এই লেগস্পিনার। স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে কাবু করতে জুড়ি নেই রশিদ খানের। আইপিএলে গেল ৯ বছর ধরে টানা খেলে আসছেন এই ক্রিকেটার। তবে গতকালই এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

আহমেদাবাদে শনিবার মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছিল রশিদের দল গুজরাট টাইটানস। শুরুতে ব্যাট করতে নেমে শুভমান গিলের গুজরাট স্কোরবোর্ডে জমা করেছিল ১৯৬ রান। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খেয়েছে হার্দিকের মুম্বাই। তিলক ভর্মাদের রানের গতিতে লাগাম টানতে পাওয়ার প্লেতেই বোলিংয়ে আসেন রশিদ খান।

পাওয়ার প্লের শেষ এবং ম্যাচের ৬ষ্ঠ ওভারে বল করতে আসা রশিদ খরচ করেছেন মাত্র ৪ রান। এরপর ১০ ওভারে রশিদের বল তুলে দেন গুজরাটের কাপ্তান শুভমান গিল। সেই ওভারে ৬ রান খরচ করেছেন আফগান স্পিনার। দুই ওভারে মাত্র ১০ রান দিলেও ম্যাচের বাকি অংশে আর বোলিং করার সুযোগ পাননি এই তারকা বোলার।

আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে রশিদের কোটার ৪ ওভার পূর্ণ না হওয়ার এটাই প্রথম ঘটনা। এর আগে কখনোই এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি আফগান স্টার।

২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রশিদ খান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে শিকার করেছেন ১৫০ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শতাধিক ম্যাচ খেলা রশিদ এখন পর্যন্ত ৪ বার দুই বা তার কম ওভার বোলিং করেছেন। তবে গতকালের ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলো ২০ ওভারের আগেই ইতি টেনেছে।

২০১৭ সালে কলকাতার বিপক্ষে প্রথমবারের মতো ২ ওভার বোলিং করেছিলেন রশিদ খান। বৃষ্টির কারণে সেই ম্যাচ ডিএলএস নিয়মে ৬ ওভারে নেমে এসেছিল। এরপর ২০২৪ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২ ওভার বোলিংয়ের সুযোগ পান রশিদ। তবে সেই ম্যাচে রশিদদের উড়িয়ে দিয়ে মাত্র ৯ ওভারে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

গত বছর আরেকটি ম্যাচেও দুই ওভারের কম বোলিং করেছিলেন রশিদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে গ্রুপ পর্বের ৫২তম ম্যাচে আফগান স্পিনার মাত্র ১.৪ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। বিরাট কোহলি আর ফাফ ডুপ্লেসিসের ব্যাটিং ঝড়ে সেই ম্যাচ ১৪ ওভারের আগেই জিতে নেয় আরসিবি। 

গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের পূর্ণ ওভার খেলা হলেও এবারই প্রথম ৪ ওভার করতে পারেননি রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারকে কেন পরবর্তীতে বল দেওয়া হয়নি তা অবশ্য খোলাসা করেনি গুজরাট। তবে আগের তিনবার ২ বা তার কম ওভার করে ম্যাচ হারলেও গতকাল মুম্বাইয়ের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

এমআই