
কলকাতায় ফিরে গেল বাংলাদেশ দলের ফ্লাইট
খেলা ডেস্ক
২০ মে ২০২৫, ১৯:০৩
দুর্দান্ত শুরুর শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ অ-১৯ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ট্রাইবেকারে হেরেছে ছোটনের শিষ্যরা। ভাগ্যের ওপর দায় চাপিয়ে গতকাল টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে কলকাতা পৌঁছায় বাংলাদেশ দল। আজ বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা।
ভাগ্যের কাছে এবারও যেন হেরে গেল অধিনায়ক ফয়সালের দল। কলকাতা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে ঢাকায় ফিরেও শেষ পর্যন্ত বিমান থেকে অবতরণ করতে পারেনি বাংলাদেশ দল। বৈরী আবহাওয়ার জন্য উল্টো কলকাতায় ফেরত গিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ দল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ-১৯ দলের মিডিয়া ম্যানেজার ও ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহুর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’
এদিকে ঠিক সময়ে বিমান অবতরণ করতে পারলে আজ বিকেল পাঁচটায় ঢাকায় পৌঁছাতো বাংলাদেশ দল। বৈরী পরিস্থিতির জন্য কলকাতা থেকে বাংলাদেশ দল কখন ফিরবে, তা নির্ধারণ করছে আবহাওয়ার ওপর। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, রাত বাড়তেই ঢাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
এমআই