Advertisement
Us Bangla Airlines
ভুটানে সাবিনা-রিতুদের ইতিহাস, এক ম্যাচেই ২৮ গোল!

ভুটানে সাবিনা-রিতুদের ইতিহাস, এক ম্যাচেই ২৮ গোল!

খেলা ডেস্ক

১৫ মে ২০২৫, ২০:১৫

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে খেলতে গিয়েছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। যেখানে দেশটির জনপ্রিয় ক্লাব পারো এফসিডব্লিউ’র হয়ে খেলছেন বাংলাদেশের ৪ জন। নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে এ দলে আছেন মনিকা চাকমা, মাতসুশিমা ও স্ট্রাইকার রিতুপর্না চাকমা।

বাংলাদেশি ৪ ফুটবলারের অবদানে বৃহস্পতিবার (১৫ মে) সমতসে এফসিকে গোল বন্যায় ভাসিয়েছে পারো এফসি। ইতিহাস গড়া এই ম্যাচে ২৮টি গোল করেছে ক্লাবটি। এর মধ্যে ৪ বাংলাদেশিই করেছেন ২৫ গোল। যেখানে সবচেয়ে বেশি গোল করেছেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।

পারো এফসির জার্সিতে এ ম্যাচে সর্বোচ্চ ৯টি গোল করেছেন সাবিনা। এছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ এবং রিতুপর্না করেছেন ৪ গোল।

এদিন গোলের দেখা পেতে অবশ্য অষ্টম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পারোকে। নবম মিনিটে ডেডলক ভাঙেন বাংলাদেশের সাবিনা। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মনিকা। ৩২তম মিনিটের মধ্যে ব্যক্তিগত হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। 

ম্যাচের ৩৮তম মিনিটে নিজের প্রথম গোল করে সাবিনা-মনিকার সঙ্গে যোগ দেন সুমাইয়া। পরের মিনিটে হ্যাটট্রিকের দেখা পান মনিকা। ১০-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পারো এফসি। তবে বিরতির পর গোল বন্যায় যোগ দেন বাংলাদেশি স্ট্রাইকার রিতুপর্না চাকমা।

৫৪তম মিনিটে ব্যক্তিগত প্রথম গোলের দেখা পান রিতু। পরবর্তী ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন তিনিও। শেষ পর্যন্ত ২৮-০ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে সাবিনা-রিতুপর্নারা।

এমআই