
বিদেশি লিগে খেলতে ঢাকা ছাড়লেন আরেক বাংলাদেশি
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১৫:০৩
ভুটান প্রিমিয়ার লিগে বাংলাদেশি ফুটবলারদের জয়জয়কার। টানা ২ বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি নারীদের চাহিদাও বেশ। ইতোমধ্যে ভুটানে অবস্থান করছেন ৯ জন নারী ফুটবলার। আজ সকালে দেশটিতে পাড়ি জমিয়েছেন লাল-সবুজের আরেক প্রতিনিধি কৃষ্ণা রাণী সরকার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন বাংলাদেশের ৩ ফুটবলার। কৃষ্ণা রাণী ছাড়াও এই দলটিতে আছেন গোলরক্ষক রুপণা চাকমা এবং ডিফেন্ডার মাসুরা পারভিন। ইতোমধ্যে তারা ভুটানের ক্লাবটির সঙ্গে যোগ দিয়েছেন। তবে ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় আজ সকালে ভুটানে গেলেন কৃষ্ণা রাণী।
২০২২ সালে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম কারিগর কৃষ্ণা রাণী সরকার। গতি, শুটিং, ড্রিবলিংয়ে অসাধারণ দক্ষতা রয়েছে তার। যদিও আকস্মিক আঙুলের ইনজুরিতে কৃষ্ণার ছন্দপতন হয়। অনেক দিন খেলার বাইরে ছিলেন তিনি। লড়াই করে মাঠে ফিরলেও আবার নিজের সেই ছন্দ এখনো পাননি।
ভুটান জাতীয় নারী দলকে বড় ব্যবধানেই হারায় বাংলাদেশ। নারী ক্লাব ফুটবলে তারা নিজেদের ধীরে ধীরে তৈরি করছে। গত বছর শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ অংশগ্রহণ করেছে। সেই দলে বাংলাদেশের তিন ফুটবলার ছিল। যদিও সেখানে বাংলাদেশের কোনো ক্লাব এতে অংশ নেয়নি।
এদিকে ভুটান নারী লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ ফুটবলার খেলবে। কৃষ্ণা, মাসুরা, রুপণা ট্রান্সপোর্ট ইউনাইটেডে; সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা পারো এফসি আর থিম্পু সিটিতে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন। জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে ডাকলে তার আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে।
এমআই