Advertisement
Us Bangla Airlines
নববর্ষের র‌্যালিতে প্রথমবার অংশ নিয়ে যা বললো নারী ফুটবলাররা

নববর্ষের র‌্যালিতে প্রথমবার অংশ নিয়ে যা বললো নারী ফুটবলাররা

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং তত্ত্বাবধায়নে এবারই প্রথম তারা নববর্ষের শোভাযাত্রায় শামিল হয়েছেন। সকালে নববর্ষের র‌্যালিতে অংশ নেওয়ার পর সকলের সঙ্গে উৎসব উদযাপন করেছেন নারীরা।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র‌্যালিতে ছিলেন। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন। 

বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির নিরাপত্তায় এরপর নারী দলকে নববর্ষের উৎসবে অংশ নিতে দেখা যায়। এছাড়া আধিবাসীদের উৎসবের সঙ্গে তাল মিলিয়েছেন কয়েকজন নারী ফুটবলার।

জাতীয় নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় (বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা) আমাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। এখানে এসে খুবই ভালো লাগছে, ভিন্ন ধরণের মানুষের সঙ্গে দেখা হচ্ছে।’

‘আমাদের খুব সম্মান দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এবার একটা ভিন্ন রকম পহেলা বৈশাখ পালন করতে পেরেছি’- যোগ করেন তিনি।

আরেক ফুটবলার শাহেদা আক্তার রিপা বলেন, ‘সবাইকে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা। নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো অংশ নিয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই উপভোগ করেছি, সবাই খুব খুশি।’

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন ১০ বাংলাদেশি

টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এবার প্রথমবারের মতো তাদের নববর্ষের শোভাযাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে। র‌্যালিতে জাতীয় দলের ক্যাম্প থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বর্ষবরণ র‌্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই প্রথম। তবে ভুটান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় ৯ ফুটবলার এই র‌্যালিতে অংশ নিতে পারেননি।

এমআই