Advertisement
Us Bangla Airlines
ফিলিস্তিনি প্রতীক ধারণ করে বাংলাদেশি ফুটবলারদের প্রতিবাদ

ফিলিস্তিনি প্রতীক ধারণ করে বাংলাদেশি ফুটবলারদের প্রতিবাদ

খেলা ডেস্ক

১২ এপ্রিল ২০২৫, ১৪:২০

মানবিক বিবেচনায় সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। গাজায় দখলদার ইসরায়েলের নির্মমতা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। ফলে প্রাসঙ্গিকভাবেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্মরণ করা হয়েছে। 

৪৭ দিনের বিরতি শেষে গতকাল (শুক্রবার) থেকে ফের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হয়। এদিন ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা পোষণ করা হয়েছে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচে। রহমতগঞ্জের ফুটবলাররা ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে টিম ফটোশেসন করেন। 

তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী নতুন ডিজাইনের জার্সি পরে খেলছে। তাতেও রয়েছে ফিলিস্তিনের পতাকার রংয়ের সংমিশ্রণ। 

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল মাঠে রাজনৈতিক বা ফুটবলের বাইরের কোনো বিষয় প্রদর্শনে কঠোর নির্দেশনা দিয়েছে। এই নিয়ম ভঙ্গের জন্য বিভিন্ন সময় ক্লাব ও ফেডারেশকে শাস্তিও দেয় ফিফা। 

ফিলিস্তিনে গাজাবাসীর ওপর নির্মম অত্যাচারে ফুটবলবিশ্ব বরাবরই সরব। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের গ্যালারি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বরাবরই। বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশের ফুটবলও এতে শরীক হয়েছে। 

এমআই