
লিভারপুলের সঙ্গে সালাহের নতুন চুক্তি, মেয়াদ বাড়ল কতদিন
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৮:১৪
চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে, অন্যদিকে গোল বন্যায় মাঠ কাঁপাচ্ছেন মোহাম্মদ সালাহ। তবুও নতুন চুক্তি নিয়ে ক্লাবের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিলেন না তিনি। এ নিয়ে গণমাধ্যমে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন মিশরীয় তারকা। অবশেষে পেলেন সুখবর।
লিভারপুলের জার্সিতে ২০২৭ সাল পর্যন্ত খেলার প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ সালাহ। ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিও সেরেছেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তির ফলে লিভারপুলের জার্সিতে আরও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন এ মিশরীয় ফুটবলার।
সালাহ বলেন, ‘সই করেছি, কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার। কারণ, সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি, এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।’
এদিকে লিভারপুলেই বেশ খুশি আছেন বলেও জানান সালাহ। তিনি বলেন, ‘(সমর্থকদের প্রতি) বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুশি। সই করেছি। কারণ, আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব...ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিততে যাচ্ছি।’
— Samuel (@SamueILFC) April 11, 2025
২০১৭ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। অল রেডদের হয়ে ইতোমধ্যে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন এই ফুটবলার।
লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৯৩ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড ইতোমধ্যে ২৪৩টি গোল করেছেন। লিভারপুলের জার্সিতে সালাহের চেয়ে বেশি গোল আছেন কেবল দুজনের- ইয়ান রাশ (৩৩৯) ও রজার হান্ট (২৭৪)। আগামী দুই বছরে সালাহ উভয়কেই ছাড়িয়ে গেলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না।
অ্যাসিস্টেও বেশ অবদান রয়েছে এই ফুটবলারের। লিভারপুলের হয়ে ১০৯টি অ্যাসিস্ট করার রেকর্ড আছে মিশরীয় তারকার। লিভারপুলের ইতিহাসে সালাহ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও, ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল নেই আর কারও। ২৮৩ ম্যাচে ১৮২ বার ইপিএলের স্কোরবোর্ডে নাম তুলেছেন তিনি।
এমআই