Advertisement
Us Bangla Airlines
চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী সালাহ, আলোচনায় নতুন মাত্রা

চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী সালাহ, আলোচনায় নতুন মাত্রা

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

লিভারপুলের হয়ে ২০১৭ সাল থেকেই নিয়মিত খেলছেন মিশরের ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। ক্লাবটির হয়ে এ ফুটবলারের অবদান কম নয়। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগের শীর্ষে থাকা লিভারপুলের মোট পয়েন্টের সিংহভাগ এসেছে সালাহ’র কল্যাণে। লম্বা সময়ে এই ক্লাবে খেলা মোহাম্মদ সালাহও থাকতে চান লিভারপুলে। 

কিন্তু চলতি মৌসুমের সেরা খেলোয়াড়ের চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দিচ্ছে না ক্লাবটি। চুক্তি নবায়নের বিষয়ে মোহাম্মদ সালাহ আগ্রহ প্রকাশ করলেও ক্লাবের আলোচনার গতিতে সুখবর নেই। তাতে লিভারপুলের সঙ্গে এ উইঙ্গারের আগামী দিনের সর্ম্পক এক প্রকার ঝুলে আছে। এতে হতাশা প্রকাশ করছেন ক্লাবটির হয়ে ৮ বছর খেলা এ খেলোয়াড়।

এদিকে লিভারপুলের নিয়েমের বেড়াজালে নির্দিষ্ট সময়ের আগে অন্য ক্লাবের সাথে আলোচনায় যেতে পারছেন না মোহাম্মদ সালাহ। তবে, সবশেষ চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে এ আলোচনার সময় উন্মুক্ত হবে। তাতে ইংল্যান্ডের বাইরে অন্য ক্লাবগুলোর সঙ্গে অগ্রিম চুক্তি সারতে পারবেন সময়ের আলোচিত এ  ফুটবলার। কিন্তু আগামী এক বছরের জন্য লিভারপুলের হয়েই চুক্তি নবায়নে রাজি মিশরের এই ফরোয়ার্ড। ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান দ্য অ্যাথলেটিকের খবরে এমন তথ্যই উঠে এসেছে।

গুঞ্জন রয়েছে, লিভারপুল চুক্তি নবায়ন না করলে পিএসজিতে (প্যারিস সেন্ট–জার্মেই) পাড়ি জমাতে পারেন এ উইঙ্গার। ফ্রেঞ্চ গণমাধ্যম লে’কিপ জানিয়েছিল এই তথ্য। তবে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দল এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে। এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোন কথা হয়নি বলেও জানায় ক্লাবটি।

সালাহের প্রতিনিধি রামি আব্বাসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথা চালিয়ে যাচ্ছে লিভারপুল। এখন পর্যন্ত কথা ইতিবাচক কথা হলেও নিজের প্রত্যাশা অনুযায়ী সন্তুষ্ট হতে পারছেন না এ মিশরীয় ফুটবল তারকা। এর আগে, ২০২২ সালে চুক্তির ক্ষেত্রেও দেখা গিয়েছিল এমন পরিস্থিতি। সেবারে অবশ্য সব জটিলতা পার করে ৩ বছরের চুক্তি নবায়ন করেছিলেন সালাহ। 

উল্লেখ্য, চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ১৩ গোল করেছেন মোহাম্মদ সালাহ। এছাড়া দলটির ১১ গোলে অ্যাসিস্ট রেখেছেন এ ফুটবলার। 

এমআই