
জুনেই বাংলাদেশে আসছেন আরেক প্রবাসী ফুটবলার!
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৪:৪৮
বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলার খেলার ঘটনা নতুন নয়। লাল-সবুজের জার্সিতে খেলতে ২০১৩ সালে ডেনমার্ক থেকে ছুটে আসেন জামাল ভূঁইয়া। ২০২১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ফিনল্যান্ড থেকে ছুটে আসা ডিফেন্ডার তারেক কাজির। তবে প্রবাসী ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি আলো কাড়েন হামজা দেওয়ান চৌধুরী।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার গত ২৫ মার্চ প্রথম বাংলাদেশের জার্সি গায়ে জড়ান। ভারতের বিপক্ষে অভিষেক হওয়া ম্যাচে আলাদা করে নজর কাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় হামজা। লাল-সবুজের জার্সিতে খেলতে আসা এই ফুটবলারকে ভক্তদের উন্মাদনাও ছিল নজর কাড়ার মতো।
হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে বিভিন্ন দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আরও ৩২ প্রবাসী ফুটবলার। যাদের মধ্যে উল্লেখ্য একজন সামিত শোম। ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যোগাযোগ সেরেছেন সামিত শোম।
বাংলাদেশের জার্সিতে খেলতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বাফুফের থেকে দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। ফেডারেশনকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি এই ফুটবলার। তবুও শোনা যাচ্ছে, বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডার বয়সভিত্তিক ফুটবল দলে খেলা সামিত শোম।
বাংলাদেশি জন্ম সনদের অপেক্ষায় আছেন সামিত। তার বাবা ও মা ইতোমধ্যে পাসপোর্ট নবায়নের জন্য নেমে পড়েছেন। সেটা হয়ে গেলে তিনি নিজে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করবেন। তা হয়ে গেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে অপেক্ষা করতে হবে ফিফার অনুমোদনের। সেটা পেয়ে গেলেই তার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর পথে আর বাধা থাকবে না।
আগামী জুনে আন্তর্জাতিক উইন্ডোতেই বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলার লক্ষ্য সামিতের। তাতে ফিফার নিয়ম-নীতির প্রক্রিয়া যথাযথ পালন করলে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। তবে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসলে ঘটনায় উল্টো মোড়ও দেখা যেতে পারে।
এমআই