
সাত মিনিটে ২ গোল করে ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৬ মে ২০২৫, ১৮:২৫
ডেডলকটা ভাঙছিলই না। এরপর ৬ মিনিটের মাথায় নেপালের জালে দুই গোল। রেফারির শেষ বাঁশি বাজার আগে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ অ-১৯ দল। সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। আগামী ১৮ মে ফাইনাল ম্যাচে ভারত বা মালদ্বীপের মুখোমুখি লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে ওঠার ম্যাচে আজ প্রথমার্ধে ভালো মানের ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অ-১৯ দল। তাতে গোলের দেখা পায়নি ছোটনের শিষ্যরা। দ্বিতয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালালেও তাৎক্ষণিক কাঙ্ক্ষিত সাফল্যের দেখা মিলেনি। ম্যাচের ৭৩ মিনিটে এসে অবশেষে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
অধিনায়ক ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।
নেপালের সঙ্গে মাত্র সাত মিনিট পর ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের ৮০ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে দ্বিতীয় গোল করেন অধিনায়ক ফয়সাল। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ দল। এরপর অবশ্য গড়বড় করে বসেন বাংলাদেশের ডিফেন্ডারেরা।
Into the Final! Winning Moments.
Posted by Bangladesh Football Federation on Friday, May 16, 2025
বাংলাদেশের রক্ষণ বিভাগের দুর্বলতায় নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। এরপর রেফারি সাত মিনিট অতিরিক্ত সময় দেন। তবুও নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
প্রথমার্ধে নেপাল অবশ্য বেশ আক্রমনাত্মক ফুটবল খেলেছে। সেখানে দুই গোলে এগিয়ে যেতে পারত তারা। ৩০ মিনিটে নেপালের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথমার্ধে একাধিকবার পরাস্ত হয়েছেন। নেপাল বল পজেশন ও আক্রমণে প্রথমার্ধে বেশ এগিয়ে ছিল।
বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করলেও গোল পাওয়ার মত ছিল না। ৩২ মিনিটে বক্সের একেবারে উপরে ফ্রি কিক পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অবশ্য কর্ণার কিকে নেপালকে ভীতি ধরিয়েছিল। ৭৩ মিনিটে বাংলাদেশ লিড নেয় কর্ণার থেকেই। গোল পাওয়ার পর বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণও পায়।
এমআই