
শাস্তির কবলে লিওনেল মেসি, কারণ কী?
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
শান্তশিষ্ট ফুটবলার হিসেবে নাম রয়েছে লিওনেল মেসির। তবে মাঝেসাঝে মেজাজ হারিয়ে বসেন এই আর্জেন্টাইন তারকা। তাতে জরিমানা এবং শাস্তির কবলে পড়তে হয়েছে তাঁকে। সবশেষ গত রোববার অপ্রীতিকর এক কাণ্ড ঘটিয়ে বসেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা মেরে বসেন তিনি।
ঘটনাটি ২৩ ফেব্রুয়ারির। নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। শুরু থেকেই মাঠে দাপট দেখিয়েছে মেসির দল। ম্যাচের ৫ মিনিটের মাথায় টমাস অ্যালভেজের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু গোল করার কয়েক মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। মাত্র ২৩ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় মায়ামি।
মেসিদের কম খেলোয়াড়ের সুযোগ লুফে নেয় নিউইয়র্ক সিটি। ২৬ মিনিটের মাথায় মায়ামির গোল শোধ করে ক্লাবটি। এরপর ৫৫ মিনিটে আরেকটি গোল করে মেসিদের পেছনে ফেলে নিউইয়র্কের ক্লাবটি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। তবে অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। তাতে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়েন তারা।
ম্যাচ ড্র হওয়ায় মাত্র ১ পয়েন্ট পেয়েছিল মায়ামি। তাতে সন্তুষ্ট হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি রেফারির উদ্দেশে কিছু বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু তাতে থামেনি তর্ক। রেফারির সঙ্গে তর্ক করতেই থাকেন আর্জেন্টিনার দলপতি।
এরপর মাঠ ছাড়তে গিয়ে অপ্রীতিকর এক কাণ্ড ঘটিয়ে বসেন মেসি। বিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা মারেন তিনি। এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেসির এই আচরণ দেখে সবাই অবাক। তাতেই ধারণা করা হচ্ছিলো, জরিমানার কবলে পড়তে যাচ্ছেন এই খেলোয়াড়। এবার সেটাই হলো।
— Always Halftime (@AlwaysHalftime) February 24, 2025
জানা গেছে, দলের অধিনায়কের এমন আচরণে ক্ষিপ্ত মেজর লিগ এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি মেসিকে অর্থ জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে। একই সাথে দলটির ফরোয়ার্ড লুইস সুয়ারেজকেও জরিমানা করা হয়। যদিও টাকার পরিমাণটা জানানো হয়নি।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বিপক্ষে ওই ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় পেছন থেকে চেপে ধরেছিলেন লুইস সুয়ারেজ। ফলে মেসির সঙ্গে জরিমানার কবলে পড়েছেন তিনি।
এমআই