
সান্তোসে জমকালো অনুষ্ঠানে নেইমারকে বরণ
খেলা ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
চোটের সাথে তাল মিলাতে পারছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য জুনিয়র। সৌদি ক্লাব আল হিলালে রেকর্ড বেতনে পাড়ি জমানোর পর দেড় বছরে খেলেছিলেন মাত্র ৭ ম্যাচ। গোল সংখ্যা মাত্র একটি। চোটের কারণে নেইমারের ম্যাচ সংখ্যা এবং গোলের আউটপুট ছিল তলানিতে। সেই চোটের কারণে এখনো মাঠের বাহিরে এই ব্রাজিলিয়ান।
চোটের বিড়ম্বনা, বাড়ি ফেরার তাগাদা- সবমিলিয়ে গত ২৭ জানুয়ারি আল হিলালকে বিদায় জানিয়েছেন নেইমার। বড় অঙ্কের টাকা গচ্চা দিয়ে এই ফুটবল তারকা ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তসে। গতকাল শুক্রবার ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের চুক্তিতে যোগ দিলেন তিনি।
সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বোনাভিডেস এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘চুক্তিটি আপাতত ছয় মাসের জন্য, তবে আমরা অবশ্যই চাইব সে যেন আরও অনেক দিন আমাদের সঙ্গে থাকে।’ নেইমারকে দীর্ঘ সময় ধরে দলে রাখার ইচ্ছার কথাও জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আশা, নেইমার অন্তত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।’
এদিকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর নেইমারকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায় সান্তোস। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন দর্শকরা।
উল্লেখ্য, ২০২৩ সালে নেইমার পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।
এর পর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। শেষ পর্যন্ত সান্তোসেই ফিরলেন এই ব্রাজিলিয়ান তারকা।
মাত্র ১১ বছর বয়সে সান্তোসে পা রেখেছিলেন নেইমার। ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে এই ক্লাবের হয়েই যাত্রা শুরু করেন। চার বছরে সান্তাসের হয়ে ২২৫টি ম্যাচ খেলে ১৩৬ গোল করেন তিনি, সহায়তা করেন ৬৪ গোলে। এমনকি ২০১১ সালের ক্লাবটির হয়ে কোপা লিবার্তাদোরেস জিতেছেন নেইমার।
এমআই