Advertisement
Us Bangla Airlines
পারিশ্রমিক বিতর্কে যোগ দিল চিটাগং, টাকা পাননি দুই বিদেশি

পারিশ্রমিক বিতর্কে যোগ দিল চিটাগং, টাকা পাননি দুই বিদেশি

খেলা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৭

পারিশ্রমিক ইস্যুতে বিপিএল প্রতি আসরেই খবরের শিরোনাম হয়েছে। তবে একাদশ আসরে সেই মাত্রাটা সব মৌসুমকে ছাড়িয়ে গেছে। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট এবং খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি ফিরতি ঢাকা পর্বে টাকা না দেওয়ায় মাঠেই আসেনি রাজশাহীর কোনো বিদেশি খেলোয়াড়। এবার সেই নাটকে যোগ দিল চিটাগং কিংস।

বন্দর নগরীর দলটির বিপক্ষে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার। দেশের একটি গণমাধ্যমের কাছে চিটাগাং ফ্র্যাঞ্চাইজির দুই ক্রিকেটার পা‌কিস্তানের খাজা নাফি ও আফগানিস্থানের জুবা‌ইদ আকবরী এই অভিযোগ করেছেন। এমনকি দেশে যাওয়ার জন্য বিমানের টিকিটও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এই ক্রিকেটাররা।

বিষয়টি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী। একইসঙ্গে পারিশ্রমিকও শিগগিরই পরিশোধ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সামির কাদের বলেন, ‘তাদের সঙ্গে কথা ছিল যে তারা যাওয়ার সময় যে চুক্তির অর্থ ছিল, সেটা নিয়ে যাবে। এখন বলা হচ্ছে যে তাদেরকে নাকি বন্দী করা হয়েছে। কত কথা এখন, কোথায় কি বলব? এটা তো অল্প টাকা, ওরা যাওয়ার সময় নিয়ে যাবে, চুক্তির সময় এমনটাই বলা হয়েছিল।’

এদিকে, চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে চলতি বিপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। কিন্তু হুট করে তাঁর দেশে ফিরে যাওয়ায় নানা আলোচনা চলছিল। কেউ কেউ এর সঙ্গে পারিশ্রমিক ইস্যুও টেনেছেন। তবে সেসব গুঞ্জন উড়িয়ে সামির কাদে চৌধুরী জানালেন, আগামীকালই (বুধবার) চলে আসবেন আফ্রিদি।

এমআই