
বিপিএলে দল না পাওয়া মোসাদ্দেক খেলবেন বিদেশি লিগ
খেলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
বিপিএলে গত আসরে ঢাকার হয়ে অধিনায়কত্ব করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু এ অলরাউন্ডারের প্রতি এবার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে এখন পর্যন্ত বিপিএল থেকে বঞ্চিত এ ক্রিকেটার। তবে বিপিএলে দল না পেলেও মোসাদ্দেক ডাক পেয়েছেন বিদেশি লিগে। লঙ্কা টি-টেনে বাংলা টাইগার্স হাম্বান্টোটার হয়ে খেলবেন দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে থাকা এ খেলোয়াড়।
বুধবার (১১ ডিসেম্বর) বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল দলটিতে যোগ দিয়েছেন আরেক টাইগার ক্রিকেটার সাব্বির রহমান। মোসাদ্দেক ও সাব্বিরের অন্তর্ভুক্তির খবর জানিয়ে বাংলা টাইগার্স তাদের ফেসবুক পেইজে লিখেছে, 'মোসাদ্দেক ও সাব্বির এখন টাইগার'।
এর আগে লঙ্কা টি-টেনের ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে ভেড়ায় হাম্বান্টোটা। তবে জাতীয় দলের ব্যস্ততায় সৌম্যকে পাচ্ছে না দলটি। সৌম্যর পরিবর্তে ডিরেক্ট সাইনিংয়ে গতকাল দলটিতে যুক্ত হয় সাব্বির রহমান। এবার সাব্বিরের পর সৈকতকেও দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স হাম্বান্টোটা।
মোসাদ্দেকের অন্তর্ভুক্তিতে লঙ্কা টি-টেনে এখন পর্যন্ত ডাক পেয়েছেন ৫ বাংলাদেশি। এর আগে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল মারভেলস। এছাড়া সম্প্রতি রনি তালুকদারকে দলে নিয়েছে কলম্বো জাগুয়ার্স।
হাম্বানটোটা বাংলা টাইগার্সের স্কোয়াড
সাব্বির রহমান, দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, দুশমন্থ চামিরা, কুশল পেরেরা, রিচার্ড গ্লিসন, হযরতউল্লাহ জাজাই, থারিন্দু রত্নায়েকে, ইসুরু উদানা, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শাহজাদ, করিম জানাত, ধনঞ্জয়া লক্ষণ, নিশান পেইরিস, শেভন ড্যানিয়েল, ব্রায়ান বেনেট, সাহান আরাচ্চিগে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও চামাথ গোমেজ।
এমআই