Advertisement
Us Bangla Airlines
মেসির অর্জনের মুকুটে নতুন পুরস্কার
মেজর লিগ সকার

মেসির অর্জনের মুকুটে নতুন পুরস্কার

খেলা ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০০

পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। দলটির হয়ে চলতি ১৯ ম্যাচে করেছেন ২০ গোল, অ্যাসিস্ট ছিল ১৬টি। যদিও দারুণ পারফরম্যান্সের পরেও দলকে এমএলএস প্লে-অফে নিতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। তবুও ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে এবার মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। তাতে মেসির অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন পুরস্কার।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়লেন মেসি। ইনজুরি আর জাতীয় দলের ব্যস্ততায় মেসির অনুপস্থিতিতে দলটির এমএলএসের শিরোপা হাতছাড়া হলেও প্রেস্টিজিয়াস ট্রফির মধ্যে একটি সাপোর্টাস শিল্ড জিতেছে তার দল। এছাড়া, মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি। রেকর্ড ৭৪ পয়েন্ট ঝুলিতে পুরেছিল তারা। 

মায়ামির এমন অর্জনে বেশ বলার মতোই অবদান ছিল সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। তাতেই লিগ কমিটির বিচারে এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

মেসির অর্জনের খাতায় যুক্ত হওয়া নতুন পুরস্কারের কেতাবি নাম ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয়। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে দেওয়া হয় পুরস্কারটি।

এমএলএস জানায়, এবারের মোট ভোটের ৩৪.৪৩ শতাংশ পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। লড়াইয়ে ছিলেন আরও তিন জন, তবে তারা কেউ ১০ শতাংশও ভোট পাননি।

অর্জনের খাতায় নতুন নাম যুক্ত হলেও খুশি নন আর্জেন্টাইন অধিনায়ক। অধরা এমএলএস শিরোপা না পাওয়ার আক্ষেপ ফুটলো তার কণ্ঠে। তিনি বলেন, ‘আমি অন্য এক পরিস্থিতিতে পুরস্কারটি পেতে চাই, শনিবারের (এমএলএস কাপ) ফাইনালে খেলে।’

তিনি জানান, এই বছর তাদের এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর তারা আরও শক্তিশালী হয়ে ফিরবেন।

উল্লেখ্য, শনিবার এমএলএস কাপের ফাইনালে লড়বে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস।

এমআই