
ইন্টার মায়ামিতে আর কতদিন খেলবেন লিওনেল মেসি?
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ১৯:২৪
ইউরোপীয়ান ফুটবলে লম্বা সময় রাজত্ব করেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। লা লিগার ক্লাব বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছর চষে বেড়িয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। ২০০৪ সালে বার্সাতে যোগ দেওয়া মেসি ২০২১ সালে কাতালান জায়ান্টাসের সঙ্গে সর্ম্পকের ইতি টানেন। মাঝে পিএসজির ডাগআউট মাড়িয়ে বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।
বার্সেলোনার জার্সিতে মেসির সঙ্গে সবচেয়ে বেশি সখ্যতা ছিল লুইস সুয়ারেজ। আক্রমণভাগে খেলা সুয়ারেজের অনেক গোলেই অবদান রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে বার্সাতে একত্রে খেলেছেন জর্দি আলবা রামোস। বার্সার সাবেক এই তিন ফুটবলার আবার বর্তমানে ইন্টার মিয়ামিতে মিলিত হয়েছেন।
মেসির সঙ্গে পুনরায় একই দলে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ ফুটবলার জর্দি আলবা। মেসির নজর দেখলেই তার ভাবনা বুঝে যান বলে জানিয়েছেন জর্দি। সম্প্রতি ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং উচ্ছ্বাসের গল্প শুনিয়েছেন এ ফুটবলার।
জর্দি আলবা বলেন, ‘মেসির সঙ্গে খেলা আমার জন্য গর্বের বিষয়। আমরা বহু বছর ধরে একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। মাঝে দুই বছর আলাদা ছিলাম, কিন্তু এখানে আবার একত্র হওয়ার সুযোগ এলো। আমাদের বোঝাপড়া এতটাই গভীর যে এক নজরেই বুঝে যাই কে কী ভাবছে।’
ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরেই মেসির চুক্তি শেষ হবে। তাতে ৩৯ বছর বয়সে পা রাখবেন এ তারকা ফুটবলার। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রের ক্লাবে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করবেন লিওনেল মেসি। সেই গুঞ্জনকে যেন আরও শক্তপোক্ত করলেন মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা।
মায়ামিতে মেসি লম্বা সময় থাকবেন জানিয়ে এ ফুটবলার বলেন, ‘মেসি যে দলে খেলেছে, সে দলকেই উন্নতির দিকে ধাবিত করেছে। সে শুধু আমার খেলার মান বাড়িয়েছে তা নয়, আমার অনেক অ্যাসিস্টের পেছনেও তার অবদান আছে। আমি আশাবাদী, আমরা আরও অনেক বছর একসঙ্গে খেলতে পারবো।’
আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিবে মেসি-আলবার ইন্টার মায়ামি। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে অনেক আশাবাদী এই স্প্যানিশ তারকা।
আলবা বলেন, ‘আমরা বিশ্বমঞ্চে নিজেদের ছাপ রাখতে চাই। এটি শুধু আমাদের জন্য নয়, ক্লাব ও সমর্থকদের জন্যও একটি বড় সুযোগ। যুক্তরাষ্ট্রের ভক্তদের জন্য এমন একটি উচ্চমানের টুর্নামেন্ট ঘরে বসে উপভোগ করার সুযোগ নিঃসন্দেহে রোমাঞ্চকর। আশা করছি, দারুণ সময় পার করবো।’
এমআই