
দ্রাবিড়কে ছাড়িয়ে ইনজামামের কাঁধে নিঃশ্বাস ফেলছেন মুশফিক
খেলা ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৫:৪৮
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটার মুশফিকের সখ্যতা যেন একটু বেশিই। লঙ্কানদের মুখোমুখি হলেই হাসতো মুশফিকের ব্যাট। টাইগারদের সাবেক অধিনায়কের ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক ম্যাচ জিতেছে বাংলাদেশ। এমনকি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির মহাকাব্যিক ইনিংসগুলো লঙ্কানদের বিপক্ষে সেরেছেন মুশফিক।
গত চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন টাইগারদের সেরা ব্যাটার। বছর কয়েক আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছেন মুশফিকুর রহিম। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রটা শুরু করেছেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ১৩৪৬ রান করেছিলেন মুশফিকুর রহিম। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে রান সংখ্যায় মুশফিকের অবস্থান ছিল সপ্তম। তবে সিরিজের প্রথম ম্যাচে ১৬৩ আর ৪৯ রানের ইনিংসে কেইন উইলিয়ামসন, রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান এই ক্রিকেটার।
লঙ্কানদের বিপক্ষে বর্তমানে মুশফিকের রান ১ হাজার ৫৫৮। বাংলাদেশের হয়ে সবেচেয়ে বেশি টেস্ট রান করা এই ব্যাটারের ওপরে রয়েছেন ইনজামাম-উল-হক। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার করেছেন ১ হাজার ৫৫৯ রান। অর্থাৎ আর দুই রান করলেই ইনজামামকে টপকে ফেলবেন মুশফিক।
তাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে রান সংগ্রহে সেরা তিনে ওঠে আসবেন টাইগার ক্রিকেটার। এ তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের ইউনিস খান। ২৯ ম্যাচে দুই হাজার ২৮৬ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকার ২৫ ম্যাচে এক হাজার ৯৯৫ রান করেছেন।
এমআই