Advertisement
Us Bangla Airlines
৪৯ বছরের রেকর্ড ভাঙতে ৯৭ রান দূরে জয়সোয়াল

৪৯ বছরের রেকর্ড ভাঙতে ৯৭ রান দূরে জয়সোয়াল

খেলা ডেস্ক

৩০ জুন ২০২৫, ২০:০৮

ভারতীয় ক্রিকেটের উদীয়মান চমক যশস্বী জয়সোয়াল। লম্বা সংস্করণের ক্রিকেটে ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছেন এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টেস্ট সিরিজেও দলের ওপেনিংয়ে অবধারিত নাম জয়সোয়াল। সিরিজের প্রথম ম্যাচে দল হারলেও শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

আগামী ২ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বার্মিংহামে বুধবার শুরু হতে যাওয়া এই টেস্টে নতুন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় যশস্বী জয়সোয়াল। মাত্র ৯৭ রান করলে ইতিহাস গড়বেন তিনি। একইসঙ্গে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেওয়াগকে ছাড়িয়ে যাবেন এই ক্রিকেটার।

ভারতের হয়ে টেস্টে ২০ ম্যাচ খেলা জয়সোয়াল ইতোমধ্যে ১৯০৭ রান করেছেন। সাদা পোশাকের ক্রিকেটে মাত্র ৯৭ রান করলেই দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তবে আগামী দুই ম্যাচের মধ্যে এই রান করলে ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন জয়সোয়াল।

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ড সুনীল গাভাস্কারের দখলে। ১৯৭৬ সালে দ্রুততম দুই হাজার রান করেছিলেন এই ক্রিকেটার। মাত্র ২৩টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। জয়সোয়াল দুই ম্যাচ মিলিয়ে ৯৭ রান করতে পারলেই গাভাস্কারকে ছাড়িয়ে যাবেন তিনি।

ম্যাচ বিবেচনায় গাভাস্কার এগিয়ে থাকলেও ইনিংসের হিসাবে দ্রুততম ২ হাজার রান করার রেকর্ড সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দখলে। মাত্র ৪০ ইনিংসেই দুই হাজার রানে পা দিয়েছিলেন তিনি। তবে এক ইনিংসে ৯৭ রান করতে পারলেই দ্রাবিড়কেও ছাড়িয়ে যাবেন জয়সোয়াল।

এমআই