
ছয় ছক্কার ফিফটিতে মাহিদুলের ২ রেকর্ড
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
১৮, ২০, ১২, ১৬ এবং ১৮। স্লগ ওভারে চিটাগং কিংসের বিপক্ষে এভাবেই রান তুলেছিল খুলনা টাইগার্সের ব্যাটাররা। এত রানের তোলার পেছনে ছিল মাহিদুল অঙ্কণের ঝড়। ছক্কার মারে বন্দর নগরীর বোলারদের নাস্তানাবুদ করে তুলেছিলেন এ ডানহাতি। ৬ ছক্কা আর এক বাউন্ডারিতে ইনিংস শেষে ২২ বলে ৫৯ রান করেছেন মাহিদুল ইসলাম।
বিপিএলের নতুন আসরের দ্বিতীয় দিনে সোমবার বিধ্বংসী ইনিংসটি খেলেন এ উইকেটরক্ষক। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বোলারদের তুলাধুনা করে মাত্র ১৮ বলে ফিফটি করে রেকর্ড গড়েন মাহিদুল। বিপিএলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য এটাই দ্রুততম ফিফটি। ২০২৩ সালে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে পঞ্চাশ স্পর্শ করেছিলেন রনি তালুকদার।
দ্রুত ফিফটি করার ম্যাচে স্ট্রাইক রেটে মাহিদুল সবাইকে ছাড়িয়ে গেছেন। ইনিংস শেষে ২৬৮.১৮ স্ট্রাইক রেট নিয়ে মাঠ ছাড়েন এ মিডল অর্ডার ব্যাটার। তাতেই গড়েছেন নতুন রেকর্ড। বিপিএলে আড়াইশর বেশি স্ট্রাইক রেটে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ২৪৫.৮৩ স্ট্রাইক রেটে ২৪ বলে ৫৯ রান করেছিলেন শামীম পাটোয়ারী।
মাহিদুলের বিধ্বংসী ব্যাটিংয়ে সবচেয়ে বেশি ভুগেছেন জাতীয় দলের বোলার শরীফুল ইসলাম। ছয় ছক্কার মাঝে শরীফুলকে হাঁকিয়েছেন ৪টি ছক্কা। বাকি দুই ছয় মেরেছেন অফ স্পিনার শামীমের বলে। মাহিদুলের আগ্রাসী ব্যাটিংয়ে বিপিএলের দলীয় পঞ্চম সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে খুলনা। ম্যাচ শেষে ৩৭ রানের জয় পায় মিরাজের দল।
এদিকে ম্যাচ আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ সেরা পুরস্কারটা উঠেছে অঙ্কনের হাতে। পুরস্কার নিতে এসে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সাথে এ ব্যাটার বলেন, ‘মাঠে এসে প্রথম ওভার ব্যাটিং করে বুঝছিলাম, পিচটি খুবই ব্যাটিংবান্ধব। পরের ওভার থেকেই আমি হিট করা শুরু করি। ১৬তম ওভারের দুটো ছয় হাঁকিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠছিলাম। বাকিটা এমনিতেই হয়েছে।’
নিজের বিধ্বংসী ব্যাটিং নিয়ে এ ব্যাটার বলেন, ‘ঘরোয়া লিগে আমি এমন আগ্রাসী ব্যাটিং আগেও করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়।’
এমআই